গোলাম রব্বানী,হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর অধীনস্থ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ১২টি শিক্ষা কেন্দ্রকে কম্বল প্রদান করেছেন নবাগত নির্বাহী অফিসার মো.রায়হানুল ইসলাম। ১২ টি শিক্ষাকেন্দ্রের মধ্যে প্রাক-প্রাথমিক ০৭টি, ধর্মীয় শিক্ষা বয়স্ক-০৩টি ও ধর্মীয় শিক্ষা শিশু -০২টি।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা চত্বর হতে শিক্ষা কেন্দ্রের শিক্ষকদেরকে ০৪টি করে কম্বল প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম। জানা গেছে শিক্ষাকেন্দ্রে ৩০ জন করে ছাত্রছাত্রী রয়েছেন।
শিক্ষাকেন্দ্রগুলোতে কম্বল প্রদান – প্রাক প্রাথমিক ৭টি শিক্ষা কেন্দ্র হলো-হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের কালচা গ্ৰামের কালচা হরিবাসর মন্দির, বকুয়া ইউনিয়ন পরিষদের ধীরগঞ্জ গ্রামের ধীরগঞ্জ পশ্চিম পাড়া শ্রী শ্রী স্বরসতী মন্দির, ভাতুরিয়া ইউনিয়ন পরিষদের মাগুড়া গ্রামের মাগুড়া হরিবাসর মন্দির, ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদের রহমতপুর গ্রামের রহমতপুর (খানকি) শারদীয় শ্রী শ্রী দূর্গা মন্দির, ডাঙ্গীপাড়া ইউনিয়নের রহমতপুর গ্রামের রহমতপুর শ্রী শ্রী হরি মন্দির, হরিপুর ইউনিয়ন পরিষদের ভগবানপুর গ্রামের ভগবানপুর হরিবাসর ও দুর্গা মন্দির, ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদের পতনডোবা গ্রামের বনবাড়ি বিষ্ণুমন্দির।
০৩ টি ধর্মীয় শিক্ষা (বয়স্ক)শিক্ষাকেন্দ্র হলো-বকুয়া ইউনিয়ন পরিষদের বলিহন্ড গ্রামের কাদশুকা গোবিন্দ মন্দির, আমগাঁও ইউনিয়ন পরিষদের জামুন কুমার পাড়া গ্রামের জামুন কুমার পাড়া পশ্চিম গোবিন্দ মন্দির, বকুয়া ইউনিয়ন পরিষদের পরিষদের ধীরগঞ্জ গ্রামের ধীরগঞ্জ গোলক বৃন্দ্রাবনধাম শ্রী শ্রী দূর্গা মন্দির ।
০২টি ধর্মীয় শিক্ষা (শিশু) কেন্দ্র হলো- আমগাঁও ইউনিয়ন পরিষদের নন্দগাঁও গ্রামের যাদুরানী হাট দুর্গা ও কালী মন্দির, আমগাঁও ইউনিয়ন পরিষদের দেবরাজ গ্রামের দক্ষিণ দেবরাজ দুর্গা মন্দির।এ সময় তিনি ০১জন পথচারী পাগলীকে দুটি কম্বল ও একজন অসহায় মহিলাকে ০১টি কম্বল প্রদান করেন ।