admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৩ ৭:০২ অপরাহ্ণ
সোহরাওয়ার্দী খোকন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সালন্দর উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগ সভাপতি জনাব সাদেক কোরাইশি, উপজেলা চেয়ারম্যান এ্যাড.অরুণাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও জেলা যুবলীগ সভাপতি আব্দুল মজিদ আপেল ও উক্ত বিদ্যালয়ের সভাপতি ও জেলা যুবলীগেের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত, মীর, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল রশিদ এবং অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ১২ নং সালন্দর ইউনিয়ন আ’লীগ সভাপতি ডাঃ মাজেদুল হক ও ১২ নং সালন্দর ইউনিয়ন যুবলীগ সভাপতি জনাব মাহবুবুর রহমান মাহবুব, সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফযলে ইলাহি মকুট ও সহাকারী শিক্ষক মন্ডলী।
ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বক্তারা বলেন খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবন গড়তে হবে পাশাপাশি পড়া-শোনায় মনোযোগ দিতে হবে। সাদেক কোরাইশি স্কুলের ছেলে মেয়েদের উদেশ্য করে বলেন তোমরা পরাশুনা করে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হও, তিনি প্রতিটি অভিভাবকদের উদেশ্যে বলেন তাঁরা যেন সন্তানদের বাল্য বিবাহ না দিতে পারে সে বিষয়ে তোমাদের সজাগ থাকতে হবে। বর্তমান সরকারের দেওয়া স্কুলের ছাএ ছাএীদের সব রকম সুযোগ সুবিধার কথা তুলে ধরেন।
গতকাল ১৩ মার্চ সকাল থেকেই খেলাধুলার মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন। আজ ১৪ মার্চ বিকালে আমন্ত্রিত অথিতিদের মাধ্যমে পুরষ্কার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বিদ্যালয়ের সভাপতি দেবাশীষ দত্ত সমীর।