admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৩ ১০:২৫ অপরাহ্ণ
সোহরাওয়ার্দী খোকন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সরকারি কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল এর সভাপতিত্বে অত্র কলেজ প্রাঙ্গনে মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো সহ অন্যান্যরা। শিক্ষার মানদন্ড উদ্বুদ্ধ করতে এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ আগের তুলনায় অনেক এগিয়ে গিয়েছে। সঠিকভাবে লেখাপড়া করে সু-শিক্ষীত হয়ে এই দেশকে নেতৃত্ব দিয়ে জনগনের জীবনধারন উন্নত করতে হবে।
মাদক থেকে দুরে থাকতে হবে।লেখাপড়ায় মনোযোগ দিতে হবে,ইন্টারনেট কম সময় ব্যয় করতে হবে। টাকা ছাড়া চাকরি হয় না এটি সম্পূর্ণ ভূল। নিজের মেধাশক্তি দিয়ে চাকরি অর্জন করতে হয়। পরিবার, সমাজ ও দেশের মান উন্নত করতে নিজেকে মাদক থেকে বিরত থেকে মন দিয়ে পড়াশোনা করতে শীক্ষার্থীদের উপদেশ দেন বক্তারা। পরিশেষে অত্র কলেজের শিক্ষক ও শীক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া সাহিত্যের পুরষ্কার প্রদান করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করা হয়।