admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২২ ১০:১৯ অপরাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক ভাবে প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ- সার্ভিসেস ইউনিটের ব্যবস্থাপনায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিত দিনব্যাপী কর্মশালা আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয়। কর্মশালার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ ও উস্থিতিদের পরিচয়ের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের (ইমসিএইচ-সার্ভিসেস) এবং লাইন ডাইরেক্টর (এমসিআরএএইচ) পরিচালক ডাঃ মোঃ মাহামুদুর রহমান। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রংপুর বিভাগের পরিচালক দেওয়ান মোর্শদ কামাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ আহমেদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের উপপরিচালক ফারুক আবদুল্লাহ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক (এমসিএইচ) ও প্রোগ্রাম ম্যানেজার জাহাঙ্গীর আলম প্রধান ও বালিয়াডাঙ্গী উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এসএম আলমাস।
অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন-ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জি নুপুর, পাড়িয়া ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী রুবেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাহারা বানু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) নাদিয়া আক্তার। কর্শালায় সঞ্চালনা করেন- পাড়িয়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সেলিনা সুলতানা বানু। এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন- আরো অনেক ধরনের ব্যাক্তি। জোরদারকরণ বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করা হয়।