admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২১ ৭:৫১ পূর্বাহ্ণ
বাংলাদেশ দাবা ফেডারেশনের সম্মানিত সভাপতি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগীতায় এবং ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২২-০৯-২০২১ খ্রিঃ তারিখ হতে ২৫-০৯-২০২১ খ্রিঃ তারিখ পর্যন্ত ০৪দিন মেয়াদী দাবা লীগ-২০২১ এর শুভ উদ্বোধন হয়।

ঠাকুরগাঁওবাসীকে দাবা খেলাকে জনপ্রিয় করে তোলার অংশ হিসেবে স্বাস্থ্যবিধি মেনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালী শেষে দাবা লীগের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মাহবুবুর রহমান, জেলা প্রশাসক, ঠাকুরগাঁও, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,পুলিশ সুপার, ঠাকুরগাঁও, মোঃ মাসুদুর রহমান (বাবু), সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, ঠাকুরগাঁও, আঞ্জুমান আরা বন্যা, মেয়র পৌরসভা, ঠাকুরগাঁও এ ছাড়াও আরও বিভিন্ন সরকারি- বে-সরকারি অফিসের কর্মকর্তা/কর্মচারী, গণমাধ্যমকর্মী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উক্ত দাবালীগের অংশগ্রহণকারী বিভিন্ন ক্লাব এর সম্মানিত সদস্য ও খেলোয়াড়বৃন্দ।