admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ মে, ২০২০ ৪:০৩ অপরাহ্ণ
আজ ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আদিবাসীদের উরাও বস্তিতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকসহ সেখানে সঞ্জয় মিনজের বাসায় তার চাহিদার অতিরিক্ত ২৫ লিটার বাংলা মদ তৈরি করে,জিজ্ঞেস করলে তিনি সদুত্তর দিতে না পারায় সেই মদ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ধ্বংস করা হয়।

অবৈধ ভাবে মদ বিক্রি করার উদ্দেশ্যে মদ তৈরি করার জন্য ৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় তিনি সেখানকার সবাইকে সতর্ক করে দেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন আর কেউ এভাবে মদ বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত চলবে বলে তিনি জানান ।