admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের ৯ ডিসেম্বর ২০২৫, জেলা প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের যৌথ উদ্যোগে-দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উদযাপন করা হয়।
দিবসটি উদযাপনকালীন জেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন, গণমাধ্যম প্রতিনিধি উপস্থিত ছিলেন। জাতীয় সংগীত পরিবেশনা, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
দিবসটি উপলক্ষে মানববন্ধন ও র্যালি আয়োজন শেষে, জেলা প্রশাসন, ঠাকুরগাঁওয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সুধীজনসহ সংশ্লিষ্ট সকলে অংশগ্রহণ করেন এবং দিবসের প্রতিপাদ্যকে লালন করে স্ব স্ব অধিক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।