admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ জুন, ২০২০ ৫:২০ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আজ ২৪ জুন ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শাহপাড়ায় মাদক গ্রহন করে মোঃ মনিরুজ্জামান (২৩) পিতা আশরাফ আলী দুলাল প্রতিবেশীদের সাথে মারপিট করা অবস্থায় একাজন প্রতিবেশী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে সদর থানার পুলিশ ফোর্স সহ সেখানে উপস্থিত হয়ে তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করেন এবং তাকে উপজেলা নির্বাহী অফিসার ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আজ গোপন সংবাদের ভিত্তিতে রোড এলাকায় পরিষদ পাড়ায় মাদক বিরোধী অভিযানে দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের উপস্থিতিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এলাকায় অবস্থান নিলে একজন ব্যাক্তি তাদের দেখে দৌড় দিলে তাকে এসময় আটক করলে দেখা যায় আটককৃত মোঃ আব্দুস সালাম (৪৭) পিতা আব্দুল আজিজ বাংলা মদ পান করেছেন।
পেশায় তিনি ড্রাইভার, এসময় উপজেলা নির্বাহী অফিসার তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জানান জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।