ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ রাজু ইসলাম ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া এলাকার মৃত আবুল হোসেন ও ফাতেমা বেগম দম্পতির একমাত্র ছেলে। তিন ভাই-বোনের মধ্যে রাজু সবার ছোট। দীর্ঘদিন ক্যান্সারে রোগে ভোগার পর ২০২২ সালের এপ্রিল মাসে তার বাবা মারা যান। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার খরচ যোগাতে বাড়ি-ঘর বিক্রি করে নিঃস্ব হয়ে গেছে ছেলে রাজু ইসলাম (৩৮)। নিজের সহায় সম্বল সব বিক্রি করলেও এখন অর্থের অভাবে থমকে গেছে তার মা ফাতেমা বেগমের চিকিৎসা। এমতাবস্থায় নিরুপায় হয়ে অসুস্থ মায়ের উন্নত চিকিৎসা ও ওষুধের টাকার জন্য বিলাপ করছেন ছেলে রাজু ইসলাম।

রাজু ইসলামের স্বজনরা ঢাকা পোস্টকে জানান, রাজুর বাবা বেঁচে থাকতে তার মা ক্যান্সারে আক্রান্ত হয়। ক্যান্সারের সঙ্গে শরীরে যুক্ত হয় ডায়াবেটিকসসহ আরও নানান রোগ। মায়ের চিকিৎসা খরচ যোগাতে রাজু তাদের আশ্রমপাড়া ও পরিষদ পাড়া এলাকার দুইটি বাড়ি ও একটি দোকান বিক্রি করে দেন। বাড়ি ঘর বিক্রি পর রাজু তার মাকে নিয়ে সালন্দর ইউনিয়নের কচুবাড়ি এলাকায় মামার বাড়িতে গিয়ে ওঠেন। দীর্ঘদিন মামা বাড়িতে থাকার পর তার মামারা জমি-জায়গা নিয়ে ঝগড়া সৃষ্টি করে। একপর্যায়ে রাজু তার অসুস্থ মা-স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে তার শ্বশুরবাড়িতে ওঠেন।

বর্তমানে অসুস্থ মাকে নিয়ে সে তার শ্বশুরবাড়ির একটি ভাঙা বাড়িতে কোনমতো কষ্টে দিনযাপন করছেন। শহরের এক কাপড়ের দোকানে কাজ করে যা পারিশ্রমিক পান তা দিয়েই মায়ের চিকিৎসা ও তিন সন্তানের পড়াশোনা ও সংসারের বোঝা বইছেন। এখন মায়ের চিকিৎসা করানোর মতো কানাকড়িও তার কাছে নেই। আর ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা করাতে দরকার একসঙ্গে অনেক টাকা। তাই উপায় না পেয়ে তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।

প্রতিবেশী মাসুদ ঢাকা পোস্টকে বলেন, রাজু তার মায়ের চিকিৎসার জন্য নিজের সুখকে বিক্রি করে দিয়েছে। মাসে দুইবার সে তার মাকে রংপুরে নিয়ে যায়। ছেলেটা নিঃস্ব হয়ে গেছে। বাড়িঘর যা আছে সবই বিক্রি করে দিছে। প্রতিবেশী আব্দুল্লাহ সুমন ও হাজেরা বেগম ঢাকা পোস্টকে বলেন, রাজু তার মায়ের চিকিৎসা করাতে গিয়ে একবারেই পথে বসে গেছে। রাজুদের এক সময় অনেক কিছুই ছিল। ঠাকুরগাঁও শহরের বাড়ি-দোকান সব বিক্রি করে দিয়েছে মায়ের চিকিৎসার জন্য। তারপরেও মাকে সে সুস্থ করে তুলতে পারেনি। তবে নিজের সবকিছু দিয়ে চেষ্টা করছে। বর্তমানে রাজু অসহায় হয়ে তার শ্বশুরবাড়িতে থাকে। আমরা প্রতিবেশীরা যতটুকু পারি সাহায্য করছি। কিন্তু আমাদের এই সাহায্যে তো আর তার মায়ের চিকিৎসা হবে না। তাই বিত্তবান যারা আছেন তারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে রাজু তার মাকে সুস্থ করে তুলতে পারবে।

হাবিব নামে আরেক প্রতিবেশী বলেন, মায়ের চিকিৎসার জন্য মালিক থেকে রাজু এখন কর্মচারী হয়েছে। এলাকা থেকেও সাহায্য তুলেছে। আমরা বেশ কয়েকবার সাহায্য করেছি। সরকারের পক্ষে বা সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে আশা করা যায় রাজু তার মায়ের মুখে হাসি ফোটাতে পারবে। রাজু ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমার মায়ের অবস্থা খুবই খারাপ, প্রতিদিন ৫০০টাকার ওষুধ লাগে। রংপুরে যেতে লাগে মাসে দুইবার। খরচ যোগাতে না পেরে ঘরবাড়ি দোকান সব বিক্রি করে দিয়েছি। শ্বশুরের জমিতে ঘর তুলে মা-স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে আছি।

অন্যের দোকানে কাজ করে মাসে যা বেতন পাই তা দিয়েই চলে আমার সংসার। সমাজের বিত্তবানরা যদি আমার মায়ের জন্য সহযোগিতা করেন তাদের কাছে চির ঋণী থাকব। এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, চিকিৎসার জন্য আমার কাছে কেউ আসেনি। যদি রাজু বা তার পরিবারের লোকজন আবেদন করে তাহলে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে সাহায্য করা হবে।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
 

শিরোনাম :

তাহিরপুর সীমান্তে বিজিবির উপর হামলা করে আটককৃত ফুচকা ও চিনির বস্তা ছিনতাইয়ের ঘটনায় মামলা ঠাকুরগাঁও আশ্রমপাড়া এলাকার মায়ের চিকিৎসার জন্য বাড়ি-দোকান বিক্রি করে নিঃস্ব   চীন বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল  দিনাজপুরে গঠনতন্ত্র ভঙ্গ করে প্রতিষ্ঠাতা সদস্যকে বহিষ্কার করার চেষ্টা ডোমারে শাহরিন ইসলাম তুহিনের মুক্তি ও মিথ্যা মামলা বাতিলের দাবিতে মানববন্ধন বগুড়ায় চুরি যাওয়া ট্রাক উদ্ধার, চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার দেশীয় বেসরকারি এয়ারলাইনস সংস্থা নভো এয়ার ফ্লাইট বন্ধ বিরামপুর সরকারি কলেজে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা বালিয়াডাঙ্গীতে যুবলীগের সহ-সভাপতি আনছারুলকে গ্রেফতার হলেও অদৃশ্য শক্তিতে জামিন পার্বতীপুরে সাংবাদিক হত্যার হুমকিতে মানববন্ধন ভারতের সংবিধান বাঁচাও কর্মসূচি পালন করতে পথে পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তেঁতুলিয়ায় ধর্ষনের চেষ্টা মামলায় মাদ্রাসার শিক্ষক আটক  দিনাজপুরে মহান মে দিবস ২০২৫ উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়কে র‍্যলি তরুণদের মতামত নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চায় বিএনপি ভারতের জম্মু কাশ্মীরের পহেলগাও ২৬ জন হত্যার স্বরণে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রদ্ধা নিবেদন বিরামপুর উপজেলা স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি দমন কমিশনের ঝটিকা অভিযান ভোলায় বিমানবন্দর ও ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে রাজধানীতে মানববন্ধন রক্তের গ্রুপের সাথে হার্ট অ্যাটাকের সম্পর্ক কতটা? পার্বতীপুরে মহান মে দিবস পালিত দিনাজপুরে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত বগুড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান মে দিবস পালিত ‎হরিপুরে মহান মে দিবস উদযাপন – ২০২৫ ‎ বিএনপি নাকি জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থি দলগুলো? চট্টগ্রামে পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু পাকিস্তানের হিন্দু সম্প্রদায় ভারতের বিরুদ্ধে বিক্ষোভে রাস্তায় নামল ঠাকুরগাঁওয়ের সাবেক আওমী মেয়র বন্যার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ মানবিক করিডর আসলে কী,বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর? গলাচিপা-চরফ্যাসন সেতু নির্মান ত্বরান্বিতের বগা সেতু দেশের নবম চীন মৈত্রী সেতু বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারদের আর্থিক অনুদানের চেক বিতরণ যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
Translate Here »