admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ জুন, ২০২০ ২:১১ অপরাহ্ণ
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রোগীর স্বজনের কাছ থেকে টাকা চুরির প্রচেষ্টাকালে হাতেনাতে ধৃত। আজ আধুনিক সদর হাসপাতালে রোগীর স্বজনের কাছ থেকে টাকা চুরির প্রচেষ্টাকালে স্থানীয় জনতার কাছে পীরগঞ্জ নিবাসী মোঃ আলম (২৭) পিতা আবু বক্কর ধরা পড়লে সে সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, হাসপাতালের পাশে অবস্থান করছিলেন।

তিনি এ সময় সদর থানার পুলিশ ফোর্স সহ সেখানে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির প্রচেষ্টার বিষয় স্বীকার করে নিলে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার করোনাকালে যেখানে হাসপাতালে রোগী ও স্বজনরা নিজেদের স্বাস্থ্য ঝুকি নিয়ে অবস্থান করছেন,তাদেরকেও ছাড় দিচ্ছে না চোর। সদর উপজেলা নির্বাহী অফিসার বলেন জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে ।