admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ জুন, ২০২০ ১:২৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও এ ভেজাল ব্লিচিং পাউডার পাওয়া যাচ্ছে,তাই আজো ভেজাল ব্লিচিং পাউডার বিক্রির জন্য পৌরসভার চোরাস্তার পাশে বঙ্গবন্ধু সড়কে মেসার্স দুলাল হার্ডওয়্যার প্রোঃ মোঃ দুলাল হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন এবং ভ্রাম্যমাণ আদালত তার দোকানের ভেজাল ব্লিচিং পাউডার জব্দ করে।

এখন জীবণুনাশক বোতলের ট্রিগার সবাই ব্যবহার করছে,কিন্তু ট্রিগারের দাম বেশী নেওয়ার অভিযোগ পেয়ে পৌরসভার নরেশ চৌহান রোডে চিটাগং মেশিনারিজ প্রোঃ মোঃ জাহাঙ্গীরকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ।তিনি ৩০ টাকার ট্রিগার ৭০- ৮০ টাকায় বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এবং তিনি ইনভোয়েস নিজে তৈরি করে তা ভ্রাম্যমাণ আদালতকে দেখান। উপজেলা নির্বাহী অফিসার ঐ ইনভোয়েসে দেওয়া মোবাইল নম্বরে ফোন দিলে বগুরার পাইকারি সরবরাহকারী তাকে সঠিক মুল্য জানালে তার কারসাজি ধড়া পড়ে, এসময় উপজেলা নির্বাহী অফিসার ন্যায্য মূল্যে ট্রিগার বিক্রির নির্দেশনা দেন এবং জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত