admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২০ ৯:৩৫ অপরাহ্ণ
মামুনুর রশিদ (মামুন), ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে আন্ত: স্কুল ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।হয়েছে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় এসএসসি ১৯ ব্যাচ দিবা শাখা চ্যাম্পিয়ন হয়।
এসএসসি ১৮ ব্যাচের আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ মো: এ্যাপোলো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা পরিষদ সদস্য রওশনুল হক তুষার। এ সময় সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফ তপু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম তালাশ, আয়োজক কমিটির সদস্য ও বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলা এসএসসি-১৯ ব্যাচ দিবা শাখা ও এসএসসি-২০১৬ মর্নিং ব্যাচের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ২-০ সেটে জয়লাভ করে এসএসসি-১৯ ব্যাচ দিবা শাখা। খেলা ৩ সেটে অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন দর্শক সমাগম ছিল চোখে পড়ার মত। টুর্নামেন্টের স্পন্সর ছিলেন থ্রিপিএম রেষ্টুরেন্ট ও অটোম্যাক্স ওয়াদুদ মটরস।
শেষে বিজয়ী ও বিজীত উভয় টিমকে ট্রফি ও প্রাইজমানি প্রদান করেন অতিথিরা। খেলায় ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন এসএসসি ১৬ মর্নিং ব্যাচের শফি ও এসএসসি-১৯ দিবা শাখার আশিকুজ্জামান আশিক ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন। উল্লেখ্য যে, গত ৯ সেপ্টেম্বর ১৪ টি টিম নিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।