admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২০ ১০:৫৭ পূর্বাহ্ণ
বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুুক্তির দবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখা। শনিবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে তাদের নিজেস্ব কার্যালয়ের সামনে এই সমাবেশ করা হয়।
এসময় বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান,কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন,রংপুর বিভাগীয় সহ-সভাপতি ও জেলা যুবদলের সভাপতি চৌধুরী মোহাম্মদ আবু নূর সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
এসময় বক্তরা খালেদা জিয়ার মুক্তির জোড় দাবি জানান।