admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ জুন, ২০২০ ৫:১২ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও’য়ে অর্ধগলিত অজ্ঞাত নামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১ জুন দুপুরে সদর উপজেলার নারগুন কহরপাড়া গ্রামের একটি বাগানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ধারনা করছে দুই-তিন দিন আগে ওই নারীকে হত্যা করা হয়েছে। হত্যা করে কহরপাড়া গ্রামের একটি বাগানের ভেতর গর্ত করে পুতে রাখা হয়। স্থানীয়রা ওই নারীর লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশটি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়।
এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে আভিযোগ পেলে কারা এ হত্যার সাথে জড়িত তা উদঘাটন করে আইনআনুক ব্যবস্থা গ্রহন হবে।