admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২১ ১০:৪৭ পূর্বাহ্ণ
নিউজ ডেস্কঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রত্যুষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি এবং শহিদ স্মৃতিসৌধে মাননীয় সাংসদ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিপোর্টাস ইউনিটিসহ সকল পর্যায়ের মানুষের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে স্বাধীনতা দিবস উদযাপন কর্মসূচির শুভ সূচনা করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে জেলা শহরের অপরাজয় ৭১ এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সদস্য
এ সময় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টো, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, অর্থ সম্পাদক জিয়াউর রহমান বকুল, দপ্তর সম্পাদক জয় মহন্ত অলক, প্রচার সম্পাদক রেদওয়ানুল হকসহ সংগঠনের সদস্যরা।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসুচি সফল করতে উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানায় প্রশাসন।