admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২০ ১:২৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরে রাস্তার ফুটপাত দখল করে দেদারসে ব্যবসা করছে ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রাখায় ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা। ফুটপাত দখল করে ব্যবসায়ীরা দেদারসে ব্যবসা চালিয়ে গেলেও এসব ফুটপাত দখল মুক্ত করতে পৌর কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করছে না বলে অভিযোগ সাধারণ মানুষের। পৌর শহর ঘুরে দেখা যায়, পশ্চিম চৌরাস্তা থেকে শুরু করে পূর্ব চৌরাস্তা হয়ে লাছি নদীর ব্রিজ পর্যন্ত ফুটপাত দখল করে ব্যবসা করছে দোকনদাররা। এমনকি ফুটপাত দখল করে অবৈধভাগে গড়ে উঠেছে পান, বিড়ি সিগারেট, কাপড়ের দোকন, লেদ মেশিনের দোকানসহ বিভিন্ন মটর পার্টসের দোকানও।
ফুটপাতের উপরে রাখা হয়েছে প্লাষ্টিকের পাইপ, স্যালো মেশিনের টিউবওয়েল, গ্যাস সিলিন্ডারসহ নানান মালামাল সামগ্রী। আবার কেউ কেউ ফুটপাতের উপরেই খুঁটি গেড়ে সাটিয়েছেন বিভিন্ন দোকানের সাইবোর্ড। ফুটপাত দিয়ে পথচারীরা চলাচল করার কথা থাকলেও অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করার জন্য এসব ফুটপাত দিয়ে চলাচল করতে পারছে না সাধারণ পথচারীরা। তাই নিরুপায় সাধারণ মানুষকে এক প্রকার বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার উপর দিয়েই চলাচল করতে হচ্ছে পথচারীদের। এদিকে মুল সড়কের এক সাইড বন্ধ করে রাস্তা পাকা করণ কাজ চলায় জনদুর্ভোগ চরম আঁকার ধারণ করেছে।
পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মার্কেটের অবস্থা আরও ভয়াবহ। মার্কেটের দোকানদাররা ইচ্ছে মত ফুটপাত দখল করে বেরিকেট দিয়ে ফেলে রেখেছেন হার্ডওয়্যার মালামাল, গ্যাস সিলিন্ডার, টাইল্স সহ বিভিন্ন মালামাল সামগ্রী। দেখে যেন ফুটপাত চেনার উপায় নেই। দুলাল হোসেন নামে এক পথচারী জানান, এমনিতেই এবরোথেবড়ো ভাবে সড়ক নির্মাণের কাজ চলছে। রাস্তার একপাশ বন্ধ করে দেয়া হয়েছে। এক পাশ দিয়েই ভারী যানবাহন চলাচল করছে। অন্যদিকে দোকানদাররা ফুটপাত দখল করে ইচ্ছেমত ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমরা ফুটপাত দিয়ে চলাচল করতে পারছি না। বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে মেইন সড়কের উপর দিয়ে চলাচল করছি।গোলাপ হোসেন নামে আরেক পথচারী জানান, শহরে ফুটপাত নেই বললেই চলে। দোকানদারা যে যার মত করে ফুটপাত দখল করে ব্যবসা করছে। আমরা সাধারণ মানুষ। আমাদের ভোগান্তি নিয়ে কারো যায় আসে না। এসব বলেও লাভ নেই। এ বিষয়ে পৌরসভার প্যানেল মেয়র হাসিনুর রহমান লাল জানান, পৌরসভার উন্নয়ন কাজ চলমান রয়েছে। পথচারীদের সুবিধার্থে কেউ যেন ফুটপাত দখল করে ব্যবসা করতে না পারে সে জন্য কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা হবে।