admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০১৯ ৩:১৯ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী”র ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।পৌর শহরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন সাম্য ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ক্লাব চত্বরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। অপরদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী”র আয়োজনে শহরের অপর স্বনামধন্য ক্লাব প্রতিষ্ঠান “সরকারপাড়া আজাদ ক্লাব’র সাথে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
খেলায় সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী ৪ – ১ গোলে “সরকারপাড়া আজদ ক্লাবকে” পরাজিত করে। ম্যাচে হ্যাট্রিক করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন সাম্য ক্লাবের স্ট্রাইকার মারুফ। পরে পুরস্কার বিতরনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, বিশেষ অতিথি সাম্য ক্লাবের সভাপতি রাশেদুজ্জামান মলয়, সাধারণ সম্পাদক আহমদুল্লাহ বাবু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, মনিরুল হুদা হেলালসহ ক্লাবের বিভিন্ন স্তরের সদস্যরা।
শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়াও বিজয়ী ও বিজীত উভয় দলকে ট্রফি প্রদান করা হয়।