admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৩ ৬:৩৯ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ: ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী “পাবলিক প্লেসে’’ ও “পাবলিক পরিবহনে’’ ধূমপান সম্পূর্নভাবে নিষিদ্ধ এবং দণ্ডনিয় অপরাধ হলেও এখনো পর্যন্ত হরহামেশায় সরকারি কার্যালয়ে বসে ধুমপান করছেন কর্তারা। আর এমনই চিত্র দেখতে পাওয়া যায় ঠাকুরগাঁও সদর উপজেলার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী নজরুল ইসলামের কক্ষে। সোমবার (৭ আগষ্ট) বিকালে ঐ কর্তার কার্যালয়ে গিয়ে দেখা যায়, তিনি সিগারেট মুখে থাকা অবস্থায় কথা বলছেন সংবাদ কর্মীদের সাথে।
“সংশোধিত আইন ২০১৩ ও বিধিমালা ২০১৫ তে বলা আছে নারী, শিশুসহ সকল অধূমপায়ীদের পরোক্ষ ধূমপানের শিকার থেকে রক্ষায় কঠোর বিধান রাখা হয়েছে। আইনের ধারা ৪ অনুযায়ী “পাবলিক প্লেস’’ ও “পাবলিক পরিবহনে’’ ধূমপান সম্পূর্নভাবে নিষিদ্ধ করা হয়েছে। আইনে ২৪ ধরনের স্থানকে “পাবলিক প্লেস’’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তা হলো শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, আধা-সরকারি অফিস, স্বায়ত্তশাসিত অফিস ও বেসরকারি অফিস, গ্রন্থাগার, লিফট, আচ্ছাদিত কর্মক্ষেত্র, হাসপাতাল ও ক্লিনিক ভবন, আদালত ভবন, বিমানবন্দর ভবন, সমুদ্র বন্দর ভবন, নৌ-বন্দর ভবন, রেলওয়ে স্টেশন ভবন, বাস টার্মিনাল ভবন, প্রেক্ষাগৃহ, প্রদর্শনী কেন্দ্র, থিয়েটার হল, বিপণী ভবন, চতুর্দিকে দেয়াল দ্বারা আবদ্ধ রেস্টুরেন্ট, পাবলিক টয়লেট, শিশুপার্ক, মেলা বা পাবলিক পরিবহনে আরোহণের জন্য যাত্রীদের অপোর জন্য নির্দিষ্ট সারি, খেলাধূলা ও অনুশীলনের জন্য নির্ধারিত আচ্ছাদিত স্থান, জনসাধারণ কর্তৃক সম্মিলিতভাবে ব্যবহার্য অন্য কোন স্থান অন্তর্ভূক্ত।
আর ‘‘পাবলিক পরিবহণ’’ হিসেবে উল্লেখ করা হয়েছে ৮ প্রকার যানবাহনকে যার মধ্যে মোটর গাড়ী, বাস, রেলগাড়ী, ট্রাম, জাহাজ, লঞ্চ, যান্ত্রিক সকল প্রকার জন-যানবাহন, উড়োজাহাজ অন্তর্ভুক্ত। আরও উল্লেক আছে এসব ‘‘পাবলিক প্লেসে’’ ও ‘‘পাবলিক পরিবহণে’’ ধূমপান করলে অভিযুক্ত ব্যক্তি অনধিক ৩০০ টাকা অর্থদন্ডে দন্ডিত হবেন। ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ নিয়ে কাজ করেন বে-সরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পরিচালক নবেশ শাহ বলেন, এটা আইনের চোখে অপরাধ এবং এরা পরিবেশকে কুলশিত করে।
ঠাকুরগাঁও সদর উপজেলার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, এটা আমার বেট অভ্যাস। ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: নূর নেওয়াজ আহমেদ বলেন, এটা কোন ভাবেই করতে পারে না। তিনি যদি ধুমপান করেন তাহলে আড়ালে করতে হবে। যা একজন সরকারি কর্মকর্তার কাছে কোন ভাবেই কাম্য নয়। তিনি আইনের চোখে যেমন অপরাধ করেছেন তেমনি সামাজিক ভাবেও অপরাধ করেছেন।