মনসুর আহাম্মেদ, ঠাকুরগাঁও প্রতিনিধি: নানা কর্মসূচি, বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশে ঠাকুরগাঁওয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ।
দিনটি উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিনব্যাপী উদ্যোক্তা মেলার আয়োজন করেছে শহরের জজ কোর্ট বটমুল চত্বরে। এ সময় জেলা প্রশাসক ইশরাত ফারজানা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সোলায়মান আলী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও পৌর প্রশাসক সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জেসমিন নাহার, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বটমূল এলাকায় উৎসবমূখর পরিবেশ বিরাজ করছিলো। এর আগে এছাড়াও বটমূলে সকালে নিক্কণ সংগীত বিদ্যালয়ের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এদিকে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে ঠাকুরগাঁও সরকারি কলেজে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। তাছাড়া সরকারি মহিলা কলেজে আনন্দ শোভাযাত্রা, পান্তা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করে। সকালে কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিন করে শিক্ষক-শিক্ষার্থীরা।
এসময় কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিকসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে বাংলাদেশ বিজিবি ৫০ মধ্যন্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে উদীচী শিল্পী গোষ্ঠী, ঠাকুরগাঁও শহরের বড় মাঠে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
তাছাড়াও অগ্রদূত ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এ উপলক্ষে পান্তা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়াও জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোভাযাত্রা, পান্তা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করে পহেলা বৈশাখ উদযাপন করেছে।