admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ
মোঃ সুজন,বিশেষ প্রতিনিধি ঠাকুরগাঁও: প্রমিলা প্রীতি ফুটবল খেলা ঘিরে জামালপুরে উৎসবের আমেজ বইছে ব্যতিক্রম এই খেলা ঘিরে জামালপুরে সবুজ গালিচায় দূর দূরান্ত থেকে হাজারো প্রমিলা ফুটবল ভক্তের ঢল নামে।
ঠাকুরগাঁও শহর থেকে ১৪ কি.মি দক্ষিন পশ্চিমে জামালপুর ইউনিয়নের জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে, ঠাকুরগাঁও জেলাকে পরিচয় করিয়ে দেয়া প্রমিলা ফুটবল দল রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমীর সাথে প্রীতি ফুটবল ম্যাচ খেলেন টুকু ফুটবল একাডেমী পঞ্চগড়।
খেলায় জাতীয় দলের সাবেক ০৫ জন প্রমিলা ফুটবলার রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমীর হয়ে খেলেন।
৯০ মিনিটের খেলায় টুকু ফুটবল একাডেমীকে ০-৪ গোলে পরাজিত করে রাঙ্গাটুঙ্গি মহিলা ফুটবল একাডেমী রানীশংকৈল।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পুলিশের ওসি ( ডিবি) জনাব মোঃ সাইফুল সরকার,
ও রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমীর কর্ণধার অধ্যক্ষ জনাব মোঃ তাজুল ইসলাম, উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার টুকু একাডেমীর কর্ণধার জনাব মোঃ টুকু মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ফারুক হোসেন, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ১০নং জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জনাব আমিনুল হক চৌধুরী হিরু সহ খেলার আয়োজক কমিটির মোঃশামীম হোসেন সরকার, ইকবাল মাহমুদ টিটু , মাসেদুল হাসান চৌঃ, আব্দুল্লাহ আল লোমান, রাজু, সাজু সহ এলাকার ক্রীড়া প্রেমীরা।
এসময় আয়োজক কমিটি অন্যতম পৃষ্ট পোষক মাসেদুল হাসান চৌধুরী মুক্ত কলম প্রতিনিধিকে দেওয়া এক সাক্ষাতকারে জানান, জামালপুর সব সময় নতুন কিছু করার চেষ্টা করে এবং তারই ধারাবাহিকতায় প্রমিলা ফুটবল খেলা, এছাড়াও তিনি জামালপুরে প্রমিলা ফুটবল একাডেমী প্রতিষ্ঠা করবে বলে জানান।
আয়োজক কমিটির প্রধান মোঃ শামীম হোসেন সরকার জানায় আমরা জামালপুরের মানুষ ফুটবলকে বুকে ধারণ করে ঐতিহ্যকে লালন করে ধরে রাখার প্রচেষ্টায় আমাদের এই আয়োজন।