বিশ্বজিৎ সরকার রনি,স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও। ৩০ মার্চ। সড়ক দুর্ঘটনায় প্রায় পঙ্গুত্ব বরণকারী জমিদার পাড়ার কৃষ্ণ রায়কে মাতৃছাগল প্রদান করা হয়েছে। নিরাপদ সড়ক চাই আন্দোলনের ঠাকুরগাঁও জেলা শাখার পক্ষ থেকে আন্দোলনের কেন্দ্রীয় চেয়ারম্যান মহানায়ক ইলিয়াস কাঞ্চন তার জন্মদিনের অনুষ্ঠান না করে সেই অর্থে জন্মদিনের উপহার হিসাবে প্রতিবছর প্রতিটি জেলায় ২টি করে ক্ষতিগ্রস্থ পরিবারকে আত্বকর্মসংস্থানের উদ্যেশ্যে মাতৃছাগল উপহার দেয়া হয়। এবার নিয়ে ৩ বছর থেকে এই কর্মসুচি পরিচালিত হচ্ছে।
জেলা উদীচী কার্যালয় চত্বরে ছাগল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ননী গোপাল বর্মন , সহ সভাপতি প্রদীপ কুমার , সহ সাধারন সম্পাদক সাঈদুর রহমান , সদস্য প্রভাষক আল আমীন , সদস্য মামুনুর রশীদ । পরে সংগঠনের সভাপতি আবু মহী উদ্দীন কৃষ্ণ রায় এবং সুসান্ত কুমার রায় এর হাতে ছাগল তুলে দেন। রশিদ হস্তান্তর করেন ননী গোপাল বর্মন।
অনুষ্ঠানে কৃষ্ণ রায় এবং সুসান্ত রায় তাদের অনুভুতি ব্যাক্ত করেন। তারা বলেন ২০২১ সালের মে মাসে মোলানী পল্লী বিদ্যুৎ এর কাছে এক বন্ধুর দোকানের কর্মচারীর বাসার নিমন্ত্রন খেয়ে আসার পথে একটি ট্রাক্টর এসে ধাক্কা দিলে তারা তিনজনই ছিটকে পরে। মোটর সাইকেলটি তার উপর পরে যায়। এতে তার একটি পায়ের ২ জায়জায় ভেঙ্গে যায়। এর পর একাধিকবার অপারেশন করা হয়েছে। আরো একবার অপারেশন করতে হবে। আমার বাবা একজন অস্থায়ী বাবুর্চি। আমার চিকিৎসা করতে পরিবার প্রায় সর্বশান্ত হয়েছে। আবার ভাঙ্গা পা টি ছোট হয়েছে।
আমাকে খুড়িয়ে খুড়িয়ে হাঁটতে হয়। আমার চিকিৎসা নিয়ে খুব উৎকন্ঠায় ছিলাম। এই সহায়তাটি আমার পরিবার চালাতে সহায়ক হবে। নিরাপদ সড়ক চাই কমিটির দেওয়া এই ছাগলটি পুষে পরিবারের সদস্যদের জন্য একটু সহায়ক হবে বলে আমি মনে করি। আমার পরিবারে মা, বোন আছে তারা দেখাশোনা করতে পারবে।
সুসান্ত রায় তার বক্তব্যে সংগঠনের প্রািত কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উল্লেখ করা যেতে পারে গত বছর এই সংগঠনের পক্ষ থেকে দুর্ঘটনা কবলিত ফাঁড়াবাড়ীর ২টি পরিবারে ২টি মাতৃছাগল দেওয়া হয়েছিল। এর একটি দিয়েছেন ইলিয়াস কাঞ্চন এবং আর ১টি দিয়েছেন জেলা কমিটির সদস্যবৃন্দ। খোজ নিয়ে জানা গেছে দুই পরিবারে ২টি ছাগলই বাচ্চা দিয়েছে।