বিশ্বজিৎ সরকার রনি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁও সিভিল সার্জন কনফারেন্স রুমে টাইফ জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে ইসিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২ ই অক্টোবর থেকে শুরু হবে টিকাদান ক্যাম্পেইন।
বৃহস্পতিবার ৯ অক্টোবর দুপুরে ঠাকুরগাঁও সিভিল সার্জেন কার্যালয়ে সাংবাদিক অরিয়েন্টেশন কর্মশালা এ তথ্য জানান সিভিল সার্জন আনিসুর রহমান। তিনি বলেন জন্ম সনদ দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে।
এই টিকাদান ক্যাম্পেন আগামী ১২ ই অক্টোবর থেকে শুরু হয়ে ১৮ কার্য দিবস পর্যন্ত রং চলবে।
ঠাকুরগা জেলার এবার ৪ লাখ ২০ হাজার ৮২২ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে। এই ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: আনিসুর রহমান, ডাক্তার আবুল বাসার মোহাম্মদ সাইদুজ্জামান, মেডিকেল অফিসার ইফতেখারুল ইসলাম, সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।