মনসুর আহাম্মেদ,ঠাকুরগাঁও প্রতিনিধি। || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে রাজস্ব প্রশাসনের অধীনে অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে দুই পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। একজন অন্যের হয়ে প্রক্সি দিচ্ছিলেন, অন্যজন নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস নিয়ে হলে প্রবেশের চেষ্টা করেন। ভ্রাম্যমাণ আদালতে তাঁদের কারাদন্ড দেওয়া হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার আনসারুল ইসলামের ছেলে আসাদ আলী (২৫) এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মাইজ উদ্দিনের ছেলে নুর আলম (৩৫)।
শুক্রবার ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন তাঁদের আটক করা হয়। জেলার বিভিন্ন কেন্দ্রে এদিন অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষায় প্রায় সাড়ে চার হাজার পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় ৭০ নম্বরের প্রশ্নপত্র ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরীক্ষা চলার সময় নুর আলমকে আটক করা হয়। তিনি অন্য এক পরীক্ষার্থীর হয়ে প্রক্সি দিচ্ছিলেন। অপরদিকে আসাদ আলীকে নিষিদ্ধ হেয়ার ইলেকট্রনিক ডিভাইসসহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশাদুল হক। তিনি বলেন,নুর আলমকে ১৫ দিনের এবং আসাদ আলীকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়। তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।