হানিফুর আলী, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে এম কে ট্যুরস এন্ড ট্রাভেল এর পক্ষ থেকে অবাধ নানাদি সুযোগ-সুবিধা নিয়ে চীনে লেখাপড়া পাশাপাশি কর্মক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে ছাত্র-ছাত্রী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক প্রধান গন সহ নানা পেশার শুধিজনদের নিয়ে অবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন হাফেজ রশিদ আলম, আলতাফ হোসেন (চিপ ইন্সপেক্টর ঠাকুরগাঁও পলিটেকনিকাল) অনলাইনে যুক্ত হোন চায়নার মিষ্টার লিউ ইয়াং (ডিরেক্টর) সাকিব হোসেন (মিম) উত্তর বঙ্গের ডিরেক্টর, আব্দুল্লাহ আল মামুন (এম কে ডিরেক্টর ঠাকুরগাঁও) অবহিতিকরণ সভায় সঞ্চালনা করেন আমিনুল ইসলাম, (আলটাস ডাইরেক্টর দিনাজপুর)।
সকলের অবগতির জন্য জানাচ্ছি কষ্টার্জিত প্রতিষ্ঠান এখন চায়নাসহ ইউরোপের বেশ কিছু দেশে শিক্ষা এবং জীবিকার জন্য সকল প্রসেসিং খুব সহজে ব্যবস্থা করে দিচ্ছে। টিএফসি চাইনিজ রেস্টুরেন্ট, ঠাকুরগাঁও শিক্ষক ছাত্র আইনজীবী ইঞ্জিনীয়ার সহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁওয়ে এম কে ট্যুরস এন্ড ট্রাভেল এর ডিরেক্টর, আব্দুল্লাহ আল মামুন বলেন আমি প্রতি বছর ৩ জন কে চায়নায় ফ্রিতে নিজ অর্থায়নে পড়ার জন্য ব্যবস্থা করবো।