admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৪ ৪:১৫ পূর্বাহ্ণ
সোহরাওয়ার্দী খোকন,স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে তিন দিন ব্যাপি ইসলামী অলিম্পিয়াডের প্রথম দিনের প্রতিযোগীতা।
প্রতিদিনের ঠাকুরগাঁও-এর আয়োজনে এবং ঠাকুরগাঁও কমিউনিটি হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার এর সহযোগীতায় শনিবার জেলা পরিষদ অডিটোরিয়াম (বি ডি হল) মিলনায়তনে এ প্রতিযোগীতার উদ্বোধন করা হয়।
আট শতাধিক প্রতিযোগী নিয়ে প্রতিযোগিতার প্রথম দিনে তিনটি বিভাগে পাঁচটি গ্রুপের পাঁচটি ইভেন্টে লড়েছেন অংশগ্রহণকারীরা। এতে পবিত্র কোরআন তিলাওয়াত বিভাগে ২৭০ জন প্রতিযোগী অংশ নেন এবং ইসলামিক কুইজ বিভাগের ক গ্রুপে ১২০ জন ও খ গ্রুপে ১৫০ জন প্রতিযোগী অংশ নেয়।
আগামী ২৭ মার্চ প্রতিযোগিতার ২য় রাউন্ড এবং ৩০ শে মার্চ চূড়ান্ত রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।চুড়ান্ত রাউন্ড শেষে ওইদিন সেরা ১৫ জন বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।