স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৬ ৭:২৮ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও আইনগত জটিলতার কারণে কোটি টাকার সম্পদ ধ্বংস। সরেজমিনে দেখা যায় বিআরটিএ অফিসের সামনে খোলা আকাশের নিচে আইনগত ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে এখানে বছরের পর বছর ধরে শতশত যানবাহন পরিত্যক্ত অবস্থায় পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে।
রোদ বৃষ্টি আর অব্যবস্থাপনায় এসব গাড়ি আজ অকার্যত লোহার স্তূপে পরিণত হচ্ছে। শুধু ঠাকুরগাঁও নয়, দেশের প্রায় সব বিআরটিএ অফিসের সামনেই একই দৃশ্য রাষ্ট্রীয় সম্পদের এমন অবহেলা ও অপচয়ের নীরব সাক্ষ্য বহন করছে।
প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতা, মামলা সংক্রান্ত জটিলতা ও সিদ্ধান্তহীনতার কারণে কোটি কোটি টাকার সম্পদ কার্যত তছরুফ হয়ে যাচ্ছে। সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ না থাকলে এই ক্ষয়ক্ষতি আরও বাড়বে।
সম্পদ তছরুফের এই মহাযজ্ঞ থেকে জাতিকে রক্ষা করতে এখনই সমন্বিত, দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া জরুরি বলে স্থানীয় সচেতন জেলা বাসি মনে করেন।