admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২০ ১০:০৪ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ গভীর রাতে ঢাকা থেকে আগত গার্মেন্টস কর্মীরা আসতেছে ঠাকুরগাঁও জেলার প্রত্যন্ত অঞ্চলে। প্রতি রাতে ঢাকা থেকে আসা ৮ / ১০ জনের টিম করে ক্রমান্বয়ে ঠাকুরগাঁও জেলায় ঢুকতেছে। বিভিন্ন এলাকায় যেমনঃ রানীসংকল বালিয়াডাঙ্গী হরিপুর, সহ বিভিন্ন এলাকার মানুষ।
ঢাকায় গার্মেন্টস ছুটি দেওয়ায় প্রতি-রাতে তারা ঢাকা থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন যানবাহনে রাত ১২, ১, ২, ৩, ৪টা সহ ভোর রাত পর্যন্ত এই মানুষগুলো পায়ে হেঁটে হেঁটে ঠাকুরগাঁও পৌর শহর পার হয়। পুলিশ কখনো কখনো এদেরকে ধরে জিজ্ঞাসা বাদ করে বলে আপনারা হাসপাতাল হয়ে যাবেন। আর ঐ সব বেক্তি হাসপাতলে আসলে ডাঃ বলে আপনাদের তো জ্বর সর্দি কাশি বা করোনার কোন লক্ষন নাই,এমনি এমনি হাসপাতলে কেন এসেছেন যার যেখানে বাড়ি চলে যান। এরকম দৃশ্য ধরা পড়তেছে বিগত তিন চারদিন থেকে। সর্ব শেষ রবিবার গভির রাতে এমন ৭জন পুরুষ ও এক জন মহিলার দেখা হয় হাসপাতালের সামনে। জিজ্ঞাসায় বলে পুরাতন বাসস্টানে পুলিশ আমাদের সদর হাসপাতালে পাঠায়।
এ-ব্যাপারে গভীর রাতে সদর থানায় যোগাযোগ করা হলে সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম বলেন কি করবেন এরা তো গার্মেন্টস শ্রমিক। নাম ঠিকানা নেন আর ওদেরকে ওদের মতো করে যেতে দেন। তাই তাদের নাম মোবাইল নাম্বার ও ছবি নিলাম বাকিটা আপনাদের বিবেচনায়। এতো রাতে জেলা প্রসাশক ও উপজেলা নির্বাহি অফিসারের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ হয়নি।