admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২১ ১১:২০ অপরাহ্ণ
টি-২০ বিশ্বকাপ প্রস্তুতি ওমানে কাল বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ। বিসিবি নির্বাচনের খবরের জোয়ারে কিছুটা আড়ালে পড়ে গিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-২০ বিশ্বকাপ প্রস্তুতি। ওমানে অনুশীলন করছে বাংলাদেশ দল। টানা তিন দিন ওমান ক্রিকেট একাডেমিতে অনুশীলন করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। বৃহস্পতিবার ম্যাচ পরিস্থিতি বিবেচনা করে ব্যাটিং, বোলিং করেছেন ক্রিকেটাররা। এবার আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি ম্যাচে নিজেদের যাচাইয়ের সুযোগ পাচ্ছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা।
আগামীকাল প্রস্তুতি ম্যাচে ওমান এ দলের বিরুদ্ধে খেলবে টাইগাররা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ওমানের আল-আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। কন্ডিশনে মানিয়ে নেয়া এবং প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালাই করে নেয়ার মঞ্চ কাজে লাগাতেই চাইবেন মাহমুদউল্লাহরা। কারণ এ ম্যাচটি খেলেই ওমান ছাড়বে পুরো দল। বিশ্বকাপের প্রথম রাউন্ডের আগে আইসিসির নির্ধারিত দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে আগামীকাল আবুধাবিতে চলে যাবে মাহমুদউল্লাহ বাহিনী। আবুধাবিতে ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ।
এদিকে আইপিএল শেষে আবুধাবিতেই দলের যোগ দিবেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। দুটি প্রস্তুতি ম্যাচই তাদের খেলার কথা রয়েছে। প্রস্তুতি ম্যাচ শেষে বিশ্বকাপের প্রথম রাউন্ড খেলতে আবারও ওমানে ফিরবে টাইগাররা।