admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২১ ৮:৩৭ পূর্বাহ্ণ
টি-২০ বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার পাকিস্তান ভারতকে লজ্জা জনক ভাবে হারালো। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান, এই দুজন কোন ভুলভ্রান্তি ছাড়াই ভারতের দেয়া ১৫২ রানের লক্ষ্য অতিক্রম করে ইতিহাস গড়লেন- প্রথমবারের মতো পাকিস্তানের কোনও ক্রিকেট দল ভারতকে বিশ্বকাপে হারালো। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে দুবাইয়ে ১৩ বল হাতে রেখে, দশ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। এই ম্যাচেই প্রথমবারের মতো ভারত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দশ উইকেটের হারের মুখে পড়ল।
আর পাকিস্তানের ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপ থেকে শুরু হওয়া অপেক্ষার অবসান ঘটাল বাবর আজমের দল- বিশ্বকাপে ভারতকে হারাল পাকিস্তান। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে এটি ছিল ভারত ও পাকিস্তানের মধ্যকার ১৩তম ম্যাচ।
এই ম্যাচে শুরু থেকে আধিপত্য নিয়ে খেলে পাকিস্তানের ক্রিকেটাররা।
শাহিন শাহ আফ্রিদির গতি আর সুইং-য়ে হিমশিম খায় ভারতের টপ অর্ডার। কোহলি এক প্রান্ত আগলে রেখে ৫৭ রান তোলেন।
ভারত করে ১৫১ রান। জবাব দিতে নেমে শুরু থেকে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান বল পেটাতে থাকেন। তিনি খেলেন ৫৫ বলে ৭৮ রানের ইনিংস। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৫২ বলে খেলেছেন ৬৮ রানের ইনিংস। ভারতের কোনও বোলারই সুবিধা করতে পারেননি। এক বলের জন্যও মনে হয়নি রিজওয়ান ও বাবরের জুটি কেউ ভাঙতে পারবেন এখানে।
ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি।