admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:০৩ অপরাহ্ণ
মোঃ আসিফ মিয়া, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে আনাইতারা ইউনিয়নের চামারী ফতেপুর গ্রামে ফতেপুর ময়নাল হক স্কুল এন্ড কলেজে ৫৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ( ৮ই ফেব্রুয়ারি) সকাল ০৯:০১ ঘটিকার সময় অত্র স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলাকালীন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ১ম, ২য় ও ৩য় পুরস্কার বিতরণ করা হয়।
এসময় ৫৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪ এর জনাব শাহ্ মাজমুল হক মাসুম ( চাঁন ময়না ) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন: জনাব রেবেকা সুলতানা, জেলা শিক্ষা অফিসার, টাঙ্গাইল, বিশেষ অতিথি: জনাব মোঃ নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মির্জাপুর, টাংগাইল। ক্রীড়া পরিচালনায়ঃ ফতেপুর ময়নাল হক স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটি ও শিক্ষক কর্মচারীবৃন্দ।
মির্জাপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষিকা মন্ডলীসহ ছাত্র-ছাত্রীরা এতে অংশ গ্রহণ করেন। এবং অত্র স্কুল এন্ড কলেজের স্কাউটস এর সকল সদস্যরাও অংশ নেয়।