admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ
মুক্ত কলম নিজ ডেক্সঃ বাংলাদেশের শিক্ষা পাঠ্যসূচীর ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বই প্রত্যাহার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিজ্ঞপ্তি ২০২৩ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘অনুসন্ধানী পাঠ’ ও ‘অনুশীলনী পাঠ’ পাঠ্যপুস্তক দুইটি প্রত্যাহার করা হয়েছে।
আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শ্রেণিগুলোর জন্য প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘অনুশীলনী পাঠ’ এবং ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ‘অনুসন্ধানী পাঠ’ পাঠ্যপুস্তকসমূহের কতিপয় অধ্যায়ের প্রয়োজনীয় সংশোধন করা হবে। পাঠ্যপুস্তকগুলোর অন্যান্য সব অধ্যায়ের পাঠদান অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সংশোধনীসমূহ শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে অবহিত করা হবে।
এদিকে গতকাল শুক্রবার চাঁদপুরের হাইমচর উপজেলায় এক উঠান বৈঠকে অংশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে বিজাতীয় পাঠ্যপুস্তক পড়তে দেয়া হবে না। অনতিবিলম্বে বিজাতীয় শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে। বিতর্কিত পাঠ্যপুস্তক তৈরির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মিথ্যাবাদী শিক্ষামন্ত্রী ডা.দিপু মনিকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে। বিবর্তনবাদ ইসলাম বিরোধী কুফরি মতবাদ যারা পড়াবেন তাদের ঈমান থাকবে না।