হোম
নির্বাচিত কলাম

জলবায়ু পরিবর্তনে আমাদের করণীয়

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২২ ২:৩৭ অপরাহ্ণ

ফাইল ছবি

তানিয়া পারভিন  তামান্না, স্টাফ রিপোর্টার ঢাকাঃ প্রাকৃতিক দুর্যোগের কারণ হিসেবে জলবায়ুর পরিবর্তনকেই প্রধানত দায়ী করা হয়। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খড়া, বন্যা, ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগের শিকার ধনী-দরিদ্র নির্বিশেষে বিশ্বের সকল প্রান্তের মানুষ। বাংলাদেশে সাম্প্রতিক ঘটে যাওয়া প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর এবং ব্যাপক বন্যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তনের আলামত হিসেবে অনেকে মনে করে থাকেন। জলবায়ুর পরিবর্তন বৈশ্বিক বিষয় হলেও বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলো এর পরিণতি বেশি মাত্রায় ভোগ করে থাকে। এক হিসাবে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সামান্য বৃদ্ধি পেলে বাংলাদেশের
১৫ থেকে ১৭ শতাংশ উপকুলীয় অঞ্চল পানিতে তলিয়ে যাবে।

কোটি কোটি মানুষ হবে পরিবেশ শরণার্থী। ক্ষতি হবে ফসলের, বৃদ্ধি পাবে খাদ্যাভাব ও রোগশোক, বাধাগ্রস্ত হবে উন্নয়ন উদ্যোগ। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা গউএ অর্জন করতে হলে জলবায়ুর এই পরিবর্তন রোধে আমাদের সবাইকেই উদ্যোগী হয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকল পর্যায়ের এবং সকল স্তরের মানুষের সচেতনতা ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। জাতিসংঘ জলবায়ুর পরিবর্তনকে অগ্রাধিকার তালিকায় স্থান দিয়েছে। জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন (টঘঋঈঈঈ) বাংলাদেশের মতো দেশগুলোকে বৈশ্বিক প্রয়াসের সাথে একযোগে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে।

জলবায়ুর এই পরিবর্তন সম্পর্কে বাংলাদেশের যুব ও ছাত্রসমাজকে সচেতন করে তোলার লক্ষ্যে দেশে দেশে জলবায়ুর পরিবর্তন পুস্তিকাটি প্রকাশ করা হলো। সহজ ভাষায় সর্বসাধারণের বোধগম্যতার প্রতি লক্ষ রেখে এটি রচনা করা হয়েছে। এতে সরকারি, বেসরকারি ও জাতিসংঘের তথ্য- উপাত্ত ব্যবহার করা হয়েছে। উদ্দেশ্যÑসকল স্তরের মানুষকে জলবায়ুর পরিবর্তন সম্পর্কে সচেতন করা। আমাদের এ কাজে উল্লেখযোগ্য সহযোগিতা প্রদান করেছেন ঢাকাস্থ টঘউচ’র শিরীন কামাল সৈয়দ। ছাত্র-ছাত্রীদের জলবায়ুর পরিবর্তন বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে এই পুস্তিকাটি সামান্যতম সহায়ক হলেও আমাদের শ্রম সার্থক হবে বলে মনে করি।জলবায়ু পরিবর্তনে আমাদের করণীয়। বিজ্ঞান ও প্রযুক্তির চরম উৎকর্ষতা সত্ত্বেও প্রকৃতিকে বশে আনা সম্ভব হয়নি। উপরন্তু বিজ্ঞান ও প্রযুক্তি প্রকৃতিকে বৈরী করে তুলছে।

পৃথিবীতে আজ একটি সমস্যা নিয়ে আলোচনা, সমালোচনা, লেখালেখি, সেমিনার, সিম্পোজিয়াম, প্রতিবাদ, র‌্যালী, মানববন্ধন ইত্যাদি সংঘটিত হচ্ছে। আর তা হলো জলবায়ু পরিবর্তন। মানুষ তার অগ্রযাত্রায় পরিবেশ থেকে নানা উপকরণ গ্রহণ করছে প্রতিনিয়ত। পরিবেশের অনেক উপাদানই আছে যার পরিমাণ সীমিত। মানুষের অনবরত ব্যবহারের ফলে প্রকৃতির অনেক উপাদানই আজ প্রায় নিঃশেষ হওয়ার পথে যার প্রভাব পড়েছে পরিবেশের উপর। ফলে জলবায়ুর পরিবর্তন ঘটছে বিশ্বব্যাপী। আর এতে করে পরিবেশ হয়ে উঠছে মানুষের জন্য বসবাসের অনুপযোগী। পরিবেশের নানা উপাদানকে মানুষ তার প্রয়োজনে অপ্রয়োজনে যথেচ্ছ ব্যবহার করার ফলে জলবায়ুর পরিবর্তন বিশ্বব্যাপী সার্বিক পরিবেশের বিপর্যয়কেই অবশ্যম্ভাবী করে তুলেছে। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব পরিবেশ যে সকল হুমকির সম্মুখিন তা হলঃ

১। গ্রীন হাউস ইফেক্ট

২। ওজোনস্তর ক্ষয়

৩। মরুকরণ

৪। প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি

৪। জৈব বৈচিত্র ধ্বংস

৫। নদ-নদীর প্রবাহ

৬। পানিতে আর্সেনিকের মাত্রা বৃদ্ধি ইত্যাদি উল্লেখযোগ্য।

বিশ্ব পরিবেশ বিপর্যয় দীর্ঘ বছরের পর বছর মানুষ পরিবেশকে তার প্রয়োজনে ব্যবহার করতে গিয়েই পরিবেশকে বিপর্যয়ের সম্মুখীন করেছে। যার বেশির ভাগ প্রভাব পড়েছে বাংলাদেশের মত পৃথিবীর উন্নয়নশীল দরিদ্র রাষ্ট্রগুলোর উপর। পৃথিবী ব্যাপী পরিবেশ বিপর্যয়ের এই প্রক্রিয়া চলতে থাকলে আগামী শতাব্দীতে পৃথিবী মানুষের বসবাসের অনুপযোগী হয়ে উঠবে।

আমাদের ভূমিকাঃ

কলেজ-বিশ্ববিদ্যালয় হলো An educational institution for higher learning. আর ছাত্র বলতে বুঝায়, The person who is studying.” কাজেই কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেন সর্বোচ্চ বিদ্যাপীঠে অধ্যয়নরত ব্যক্তি। কাজেই নিঃসন্দেহে তাদের মর্যাদা অত্যধিক। আর মর্যাদা বেশি হলে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তাদের দায়িত্বটাও বেশি হওয়াই বাঞ্ছনীয়। তাই সুস্থ পরিবেশ রায় জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় আলাদাভাবে প্রত্যেকটি ব্যক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় তা নিম্নে আলোকপাত করা হলোঃ

(ক) পরিবেশবিজ্ঞানের জ্ঞান রাখা বাংলাদেশে মাত্র ১০-২০% জনগণ পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতন। বিশ্ববিদ্যালয় ছাত্রদেরও উল্লেখযোগ্য অংশের পরিবেশবিজ্ঞান সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। কাজেই পরিবেশ সুরায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উচিত সর্বাগ্রে Enviromental Science, Pollutants ইত্যাদি সম্পর্কে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ ধারণা রাখা।

(খ) বায়ু দূষণ রোধঃ

বায়ু দূষণ রোধে আমাদের করণীয়ঃ

১. বায়ু দূষণের জন্য দায়ী NH4, CO, CO2, Pb, Dust, Agricultural Chemicals, C6H6, As প্রভৃতি সম্পর্কে জ্ঞানার্জন ও পরিবেশকে এগুলোর তি থেকে বাঁচানোর উপায় বলে দেওয়া

২. ধুমপানের ধোঁয়া, যান-বাহন ও কলকারখানার ধোঁয়া ইত্যাদি নিয়ন্ত্রণ করার পে জনমত সৃষ্টি

৩. পৃথিবীকে বেষ্টনকারী Green House Gasএর ভূমিকা পালনকারী CO2 সম্পর্কে জানতে হবে। তাছাড়া সূর্যের Infra-red রশ্মির দ্বারা উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে নির্গত ও বন্দী হয়ে যাওয়া তাপের কারণে সৃষ্ট Global Warming রোধে যত্নবান থাকা প্রয়োজন।

৪. ওজোন স্তরে গর্ত সৃষ্টিকারী Green House Gas যেমনঃ CO2(49-55%), CFC(14-25%), CH4 (12-18%) I N2O (13-19%) এবংUltra Violet Ray, Acid rain ইত্যাদির ক্ষয়ক্ষতি প্রতিরোধের উপায় সম্পর্কে জনগণকে সচেতন করে তোলা উচিত।

৫. বন ও জলাশয় সংরণ ও ব্যাপক বৃরোপনে সহায়তা করা

৬. পুরানো ও Two Stroke Engine চালিত বাহন পরিহার করা৯ এবং প্রাকৃতিক গ্যাস (CNG) চালিত বাহন ব্যবহার করা

৭. স্বাস্থ্যকর প্রক্রিয়ায় বিভিন্ন উচ্ছিষ্ট জমা ও অপসারণ, ধরন অনুযায়ী আবর্জনাকে পৃথক করে সমবায় ভিত্তিতে ব্যবহারে উদ্বুদ্ধ করা

৮. হাঁচি ও কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা, মৃত জীবজন্তু বা শরীরের দূষিত কোন অংশ মাটিতে পুঁতে ফেলা

৯. অতিরিক্ত অ্যারোসল ও অন্যান্য ¯েপ্র ব্যবহার না করা ইত্যাদি।

(গ) পানি দূষণের প্রতিরোধ

পানিকে দূষণমুক্ত রাখতে আমাদের যা যা করা উচিত তা নিম্নরূপ ঃ

১. পানিতে আবর্জনা/কীটনাশক/সার/ডিডিটি/বিষাক্ত দ্রব্য ইত্যাদি না ফেলা

২. Water treatment plant স্থাপনে উদ্বুদ্ধকরণ

৩. উপযুক্ত পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করা

৪. ভূগর্ভস্থ পানির পরিমিত ব্যবহার

৫. জমিতে প্রয়োগকৃত সার জলাশয়ে পতিত হওয়ার কারণে সৃষ্ট Eutrophication থেকে জলাশয়গুলোকে রা করার গুরুত্ব জনগণকে বুঝানো

৬. হাজারীবাগ ট্যানারী কর্তৃক বুড়িগঙ্গার পানি দূষণের মতো কোন কলকারখানার বর্জ্যই যেন কোন জলাশয়ে পতিত হতে না পারে সে ব্যাপারে জনমত সৃষ্টি করা

৭. কোন কোন এলাকার ভূগর্ভস্থ পানিতে সহনীয় মাত্রার (০.০৫ পিপিএম) অতিরিক্ত আর্সেনিক আছে তা জানা, অং এর বিষক্রিয়া সম্পর্কে জনগণকে সচেতন করা এবং প্রয়োজনে দূষণ অঞ্চলের মানচিত্র প্রস্তুত করা

৮. পানি দূষণ রোধে স্বেচ্ছাসেবী উদ্যোগ গ্রহণ করা বা করানো (যেমনঃ বদ্ধ জলাশয়কে কচুরিপানামুক্তকরণ)

(ঘ) মাটিকে দূষণমুক্ত রাখা

আমাদেরকে মাটিদূষণ রোধেও যতœবান থাকতে হবে। এেেত্র নিম্নোক্ত কাজগুলো সম্পাদন করা যায় ঃ

১. প্লাস্টিক ব্যাগ/পলিথিন পরিহার

২. বৃরোপন, পাহাড় ও উচ্চভূমি রা ইত্যাদির দ্বারা ভূমিয় রোধে উদ্বুদ্ধকরণ

৩. ভূমিতে অপরিকল্পিত শিল্প প্রতিষ্ঠান স্থাপনের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করা

৪. রাসায়নিক সার ও বালাইনাশক৫ ব্যবহারে নিরুৎসাহিতকরণ

৫. কৃষকদেরকে Rotation of Crops নীতির অনুসরণের গুরুত্ব বুঝানো

৬. কৃষকদের জৈব সার ব্যবহারে উদ্বুদ্ধকরণ

৭. গোবর, বিষ্ঠা, উচ্ছিষ্ট ও আবর্জনাকে জৈব সার ও বায়োগ্যাস তৈরিতে কাজে লাগাতে উৎসাহিতকরণ

(ঙ) শব্দ দূষণ না করা

শব্দ দূষণ বলতে বুঝায়, পরিমিত শব্দের চেয়ে অতিরিক্ত যে শব্দ আমাদের বিরক্তি উৎপাদন করে এবং যা স্বাস্থ্যের পে তিকর। ইংরেজিতে একে বলে “Sound pollution”।

২৫-৪৫ ডেসিবেল মাত্রার শব্দ মানুষের জন্য অধিক উপযোগী। পান্তরে ৮০-১২০ ডেসিবেল মাত্রার শব্দ পর্যায়ক্রমে একজন মানুষের শ্রবণশক্তি নষ্ট করে দিতে পারে। শব্দ দূষণ রোধে আমাদের করণীয় কিছু কাজ নিম্নরূপ ঃ

১. অতিরিক্ত শব্দে কথা না বলা, চীৎকার না করা, অট্টহাসি না হাসা ও উচ্চস্বরে হাঁচি-কাশি না দেওয়া

২. জোরে রেডিও/ভিডিও/টিভি/গান না বাজানো (প্রয়োজনে, নিজের কানে Ear Phone লাগিয়ে ক্যাসেটের আলোচনা/গান ইত্যাদি শোনা যেন অন্যের অসুবিধা না হয়)

৩. হাইড্রোলিক হর্ণের ব্যবহার, যেখানে সেখানে জনসমাবেশ বা সাংস্কৃতিক অনুষ্ঠান, অনিয়ন্ত্রিত ও অযাচিতভাবে মাইকের ব্যবহার, নির্মাণ কাজ ও কারখানার উচ্চ শব্দ, ক্যাম্পাসে গোলাগুলি/বোমাবাজী, করিডোরে বিকট আওয়াজে শ্লোগান ইত্যাদির বিরুদ্ধে জনমত সৃষ্টি করা

৪. 4. Personal protection/Engineering Control এর ব্যবস্থা করা (শব্দ শোষক যন্ত্রের ব্যবহার, বায়ু পরিবাহিত শব্দ পথের ওপর প্রতিবন্ধক স্থাপন, মহাসড়ক থেকে কিছুটা দূরে বসবাস ইত্যাদি।

(চ) পরিবেশ রা সংক্রান্ত আইন মেনে চলা পরিবেশ রায় সংক্রান্ত সকল আইন ছাত্রছাত্রীদের আরিকভাবে মেনে চলা উচিত। রাষ্ট্রীয় আইনের পাশাপাশি নৈতিক বিধানও মেনে চলা প্রয়োজন। আমাদের উচিত-

১. বৃক্ষ কর্তন না করা

২. ধুমপান না করা

৩. পলিথিন ব্যবহার না করা

৪. ট্রাফিক আইন মেনে চলা

৫. বদ্ধ জলাশয়ে বা যত্র-তত্র প্রস্রাব-পায়খানা না করা এবং পরিবেশ নোংরা ও দূষিত না করা (হাদিসে এদুটিকে ‘কবীরা গুনাহ’ বলা হয়েছে।)

৬. পথ থেকে কষ্ট প্রদানকারী/নোংরা বস্তু অপসারণ করে উপযুক্ত স্থানে ফেলা ইত্যাদি।

(ছ) পরিবেশগত পরিচ্ছন্নতা বজায় রাখা

পবিত্রতা ঈমানের অঙ্গ। তাই, ছাত্রছাত্রীদের সর্বোচ্চ পরিষ্কার-পরিচ্ছন্নতার পরিচয় দেওয়া উচিত। এ ল্েয তাদের কিছু কিছু করণীয় নিম্নরূপঃ

১. হলে/মেসে

(ক) বিভিন্ন ধরনের বর্জ্য ফেলার জন্য বিভিন্ন রঙের লেবেল করা বাক্স রাখা

(খ) সবাই যেন বর্জ্যরে ধরন অনুযায়ী নির্দিষ্ট বাক্সে তা ফেলে সে ব্যবস্থা করা

(গ) হলের বাগান নষ্ট না করা

(ঘ) শব্দ দূষণ না করা

২. বাথরুম ও টয়লেটে

(ক) নিজের কাজ শেষে বাথরুম বা টয়লেটকে অপরের ব্যবহারের উপযোগী করে রাখা

(খ) প্রস্রাব-পায়খানার পর বেশি করে পানি ব্যবহার করা

৩. কেন্টিন ও ডাইনিং এ

(ক) খাওয়ার টেবিল নোংরা না করা

(খ) পানাহারের বস্তুতে দম নেওয়া বা ফু দেওয়া,

৪. ক্লাশ, ল্যাব ও ফ্যাকাল্টিতে:

(ক) বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রায় প্রশাসনকে সহায়তা করা

(খ) পানি, বিদ্যুৎ ও গ্যাসসহ সকল সম্পদের অপচয় রোধ করা

৫. রাস্তাঘাটেঃ

(ক) যেখানে সেখানে নাক পরিষ্কার না করা ও থুথু না ফেলা

(খ) হাঁচি দেবার সময় রুমাল ব্যবহার করা

(গ) সুগন্ধী ব্যবহার করা

(জ) স্বাস্থ্যবিধি মেনে চলা

রোগ তথা স্বাস্থ্যহীনতাও বহুলাংশে অসুস্থ পরিবেশের জন্য দায়ী। তাই আমাদের সবাইকে স্বাস্থ্যবিধির যথার্থ অনুসরণ করতে হবে। সে লক্ষে কিছু গুরুত্বপূর্ণ কাজ হলো-

১. খাদ্যাভ্যাসে কাক্সিত পরিবর্তন আণয়ন ও পরিমিত পরিমাণে সুষম খাদ্য খাওয়া

২. বিশুদ্ধ পানি পান করা

৩. নিয়মিত পেট পরিষ্কার রাখা

৪. শরীরে ও মুখে দুর্গন্ধ না থাকার ব্যবস্থা করা

৫. সংক্রামক ও ছোঁয়াচে রোগ যেন ছড়াতে না পারে তার ব্যবস্থা করা

৬. প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার (First aid) জিনিসপত্র সাথে রাখা ইত্যাদি।

(ঞ) সামাজিক দায়িত্ব পালন সুস্থ পরিবেশ রায় সামাজিক দায়িত্ব পালনের গুরুত্বও কোন অংশে কম নয়। এ বিষয়ে আমাদের নিম্নোক্ত ভূমিকা রাখা উচিতঃ

১. মানুষকে পরিবেশ দূষণের কুফল ও এর প্রতিকার সম্পর্কে ধারণা প্রদান

২. Pollution Control Board ও পরিবেশ আদালত গঠনের প্রচেষ্টা জোরদার করা

৩. দুর্যোগকালীন সময়ে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন

৪. স্বেচ্ছাসেবক সংগঠন প্রতিষ্ঠা করা।

ক. সভা, সেমিনার, সিম্পোজিয়াম, পরিবেশ সংক্রান্ত পোষ্টার/নির্দেশনা প্রদর্শনীর ব্যবস্থা করা

খ. বৃরোপন আন্দোলন পরিচালনা

গ. মানুষকে নির্দিষ্ট স্থানে (ডাস্টবিনে) আবর্জনা ফেলতে উদ্বুদ্ধ করা

ঘ. পরিবেশ দূষণকারীকে সতর্ক ও লজ্জিত করা

ঙ. অবসর সময়কে সমাজসেবামূলক/গঠনমূলক কাজে ব্যয় করা

চ. পরিবেশ রা সংক্রান্ত জ্ঞান বিস্তারে সহায়তা করা

ছ. পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবস্থা করা ইত্যাদি।

(ট) অন্যান্য দায়িত্বসমূহ

১. জীব-বৈচিত্র্য (Biodiversity) সংরণের প্রচেষ্টা

২. প্রাকৃতিক শক্তি (যেমনঃ প্রবাহবান বায়ু ও পানির শক্তি এবং সৌর শক্তি)-এর ব্যবহার বৃদ্ধি

৩. রেডিয়েশনজনিত দূষণ রোধঃ

৪. পরিবেশ রায় সচেষ্ট বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা যেমনঃ Kyoto protocol এবং Convention on Biological Diversity (CBD) ইত্যাদির গঠনমূলক তৎপরতার সাথে একাত্মতা ঘোষণা করা।

৫. প্লাস্টিক, কাঁচ, কম্পিউটার ও তৎসংশ্লিষ্ট সামগ্রী, সিডি ইত্যাদিকে ফেলে না দিয়ে Recycle এর জন্য সংরণ করা ইত্যাদি।

শেষ কথাঃ পরিবেশকে নিয়ে আমাদের অবহেলা ও অবিবেচকের ন্যায় আচরণের ফলে ইতোমধ্যে অনেক অপূরণীয় তি সাধিত হয়েছে। কাজেই আর যেন তি না হতে পারে সেদিকে আমাদের প্রত্যেকের যতœবান থাকা উচিত। সুস্থ পরিবেশের উপকারিতা বিশেষ কোন গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ নয়। তাই পরিবেশকে সুস্থ রাখার স্বার্থে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। ছাত্র-ছাত্রীদেরকে থাকতে হবে পরিবেশ রা আন্দোলনের প্রথম সারিতে। তাই আসুন আগামী শতাব্দীর পৃথিবীকে মানুষের বাসযোগ্য করে তোলার জন্য পৃথিবীর সকল মানুষ ধনী-দরিদ্র, উত্তর-দক্ষিণ ভেদাভেদ ভুলে জননীতুল্য পৃথিবীর অস্তিত্ব রক্ষায় এগিয়ে আসি। সেই সাথে রিওডি জেনেরিওর ধরিত্রী সম্মেলন’১৯৯২, কিয়োটা প্রটোকল’১৯৯৭, বিশ্ব টেকসই সম্মেলন’২০০২ ২০২১সহ বিশ্বব্যাপী সকল পরিবেশ সম্মেলনে গৃহীত প্রস্তাবনা বাস্তবায়নে সবাই জাতিসংঘের পতাকাতলে সমবেত হই।

মতামত জানান :

এই রকম আরও টপিক

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

নওগাঁর সাপাহারে আনন্দঘন সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।
রাজশাহী 9 hours আগে

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২০ হাজার মার্বেল সরবরাহ দিয়ে ছিল
অপরাধ 9 hours আগে

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ।
জাতীয় 9 hours আগে

বগুড়ায় খেঁজুরের রস পানে প্রাণ গেল ৬ বছরের মাদ্রাসা শিক্ষার্থীর!
দুর্ঘটনা 9 hours আগে

পঞ্চগড় তেঁতুলিয়ায় এবার মিনি রিসোর্ট উদ্বোধন।
দর্শনীয়-স্থান 10 hours আগে

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সুদানে প্রাণ হারালেন রাজারহাটের শান্ত
দুর্ঘটনা 10 hours আগে

আজ পার্বতীপুর মুক্ত দিবস
রংপুর 16 hours আগে

নওগারঁ সাপাহারে যথাযথ মর্যাদায় পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস।
জাতীয় 1 day আগে

জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন গুরুতর আহত।
অপরাধ 1 day আগে

পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা।
জাতীয় 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক দিনাজপুরে অনলাইনে মোবাইলের মাধ্যমে ক্যাসিনো জুয়া পরিচালনাকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার