admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২১ ১১:৩৯ পূর্বাহ্ণ
সিলেটের সুবহানীঘাটের কমিউনিটি বেইজড ক্লিনিকে অক্সিজেন সংকটে শ্বাসরুদ্ধকর ৪ ঘণ্টা! করোনার বাড়বাড়ন্ত পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই হাসপাতালে অতিরিক্ত ভিড়। নিরবিচ্ছিন্ন অক্সিজেন সাপোর্ট লাগছে আক্রান্ত অনেক রোগীর। তাই অক্সিজেনের সরবরাহ ঠিক না থাকলে বাধে বিপত্তি, তৈরি হয় তীব্র আতঙ্কজনক পরিস্থিতির। তেমনই ঘটনা ঘটেছে সুবহানীঘাটের কমিউনিটি বেইজড ক্লিনিকে। ৪ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অবস্থা কাটিয়েছেন ক্লিনিক কর্তৃপক্ষ ও রোগীর স্বজনরা। গতকাল রাতের ঘটনা। রাস্তায় তীব্র জ্যামের কারণে অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানের গাড়ি আটকা পড়ে যায়। ওদিকে ক্লিনিকেও কোনো অক্সিজেন নেই।
রোগীরা হাঁসফাঁস করছিল। ক্লিনিক কর্তৃপক্ষ এবং রোগীর স্বজনরা দৌড়ঝাপ শুরু করেন, কিন্তু কোনো সমাধান মেলে না! সবার চোখের সামনে তীব্র যন্ত্রণায় রোগীরা ছটফট করছে! মোট ১১ জন রোগী অক্সিজেন সাপোর্টে ছিলেন। এর মধ্যে কয়েকজনকে দ্রুত অন্য হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। কয়েকজন রোগীর অবস্থা অন্যত্র নেওয়ার মতোও ছিল না। এ অবস্থায় ক্লিনিক কর্তৃপক্ষ অক্সিজেন সম্বলিত অ্যাম্বুলেন্স নিয়ে আসে। তারপর ক্লিনিক থেকে বের করে রোগীদেরকে গাড়িতে রাখা হয়। অবসান হয় উদ্বেগ-উৎকণ্ঠার।
ক্লিনিকটির মালিক ডা. তারেক আজাদ বলেন, অক্সিজেনের জন্য আমরা স্পেক্ট্রা নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের চুক্তি আছে। তীব্র জ্যামের কারণে তাদের গাড়ি রাস্তায় আটকে পড়ে। তাতে করে হাসপাতালের পরিস্থিতির অবনতি হয়। আমরা দ্রুততার সাথেই বিকল্প উপায় বের করেছি। আল্লাহর রহমতে একজন রোগীও মারা যাননি।