নিজস্ব প্রতিবেদকঃ রোববার (৪ এপ্রিল) ঢাকার চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে ভিসা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছে। চীনা দূতাবাস জানায়, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস চীনে চিকিৎসা ভিসার জন্য বিশেষ সুবিধা চালু করেছে। এ সুবিধার আওতায় ডকুমেন্টেশন বা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করা হয়েছে।

বাংলাদেশের বৈধ ব্যবসায়িক লাইসেন্সধারী স্থানীয় ট্রাভেল এজেন্সিগুলো চীনে চিকিৎসা নিতে ইচ্ছুক ভ্রমণকারীদের জন্য ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট ও আত্মীয়তার প্রমাণ সংক্রান্ত গ্যারান্টি লেটার ইস্যু করতে পারবে। এক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সার্টিফিকেটগুলো সত্যায়িত করার প্রয়োজন হবে না। বাংলাদেশিদের চীনা দূতাবাস চীনগামী চিকিৎসা ভিসার জন্য গ্রিন চ্যানেল চালু করেছে। তাছাড়া বাংলাদেশি নাগরিকরা কীভাবে চীনের চিকিৎসা ভিসা পাবেন, সেটি জানিয়েছে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এজন্য একটি ডেডিকেটেড ‘গ্রিন চ্যানেল’ সার্ভিস চালু করা হয়েছে। দূতাবাস ও ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টার (বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত প্রাসাদ ট্রেড সেন্টারের তৃতীয় তলায়) চিকিৎসা ভিসা সংক্রান্ত জিজ্ঞাসার জন্য ডেডিকেটেড হটলাইন চালু করেছে। দূতাবাসের নম্বরগুলো হলো– ০২২২২২৬০১০৩, ০১৭০৮৪৬৪৮০৯। ভিসা সেন্টারের নম্বর– ০২২২১২৮০৩২৬১। এ ছাড়া ভিসা সংক্রান্ত জিজ্ঞাসার জন্য ০১৮৮৫০৪১৩৬৪ নম্বরে একটি হোয়াটসঅ্যাপ সার্ভিস গ্রুপও খোলা হয়েছে।

অনলাইন আবেদনে অগ্রাধিকার দেওয়া হবে এবং জমা দেওয়ার পরপরই সেগুলো দ্রুত যাচাই করা হবে। ভিসা সেন্টারে মেডিকেল ভিসার জন্য একটি ডেডিকেটেড কাউন্টার স্থাপন করা হয়েছে। এর ফলে আবেদনকারীরা অপেক্ষা না করে তাদের কাগজপত্র জমা দিতে পারবেন। এ ছাড়া জরুরি মেডিকেল কেসগুলো একটি ‘গ্রিন চ্যানেল’ সেবা পাবে এবং একই দিনে ভিসা ইস্যু করা হবে।

মেডিকেল ভিসার আবেদনকারীদের যাদের অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত আছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষাৎকার নেওয়া হবে এবং লাইনে দাঁড়াতে হবে না। যদি স্বাস্থ্যগত কারণে সশরীরে উপস্থিত থাকা সম্ভব না হয়, তাহলে ট্রাভেল এজেন্সির গ্যারান্টি লেটারের মাধ্যমে রিমোট ইন্টারভিউ বা দূরবর্তী সাক্ষাৎকার সম্পন্ন করার অনুমতি দেওয়া হতে পারে।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
আরও পড়ুন
 

শিরোনাম :

তাহিরপুর সীমান্তে বিজিবির উপর হামলা করে আটককৃত ফুচকা ও চিনির বস্তা ছিনতাইয়ের ঘটনায় মামলা ঠাকুরগাঁও আশ্রমপাড়া এলাকার মায়ের চিকিৎসার জন্য বাড়ি-দোকান বিক্রি করে নিঃস্ব   চীন বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল  দিনাজপুরে গঠনতন্ত্র ভঙ্গ করে প্রতিষ্ঠাতা সদস্যকে বহিষ্কার করার চেষ্টা ডোমারে শাহরিন ইসলাম তুহিনের মুক্তি ও মিথ্যা মামলা বাতিলের দাবিতে মানববন্ধন বগুড়ায় চুরি যাওয়া ট্রাক উদ্ধার, চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার দেশীয় বেসরকারি এয়ারলাইনস সংস্থা নভো এয়ার ফ্লাইট বন্ধ বিরামপুর সরকারি কলেজে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা বালিয়াডাঙ্গীতে যুবলীগের সহ-সভাপতি আনছারুলকে গ্রেফতার হলেও অদৃশ্য শক্তিতে জামিন পার্বতীপুরে সাংবাদিক হত্যার হুমকিতে মানববন্ধন ভারতের সংবিধান বাঁচাও কর্মসূচি পালন করতে পথে পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তেঁতুলিয়ায় ধর্ষনের চেষ্টা মামলায় মাদ্রাসার শিক্ষক আটক  দিনাজপুরে মহান মে দিবস ২০২৫ উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়কে র‍্যলি তরুণদের মতামত নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চায় বিএনপি ভারতের জম্মু কাশ্মীরের পহেলগাও ২৬ জন হত্যার স্বরণে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রদ্ধা নিবেদন বিরামপুর উপজেলা স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি দমন কমিশনের ঝটিকা অভিযান ভোলায় বিমানবন্দর ও ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে রাজধানীতে মানববন্ধন রক্তের গ্রুপের সাথে হার্ট অ্যাটাকের সম্পর্ক কতটা? পার্বতীপুরে মহান মে দিবস পালিত দিনাজপুরে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত বগুড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান মে দিবস পালিত ‎হরিপুরে মহান মে দিবস উদযাপন – ২০২৫ ‎ বিএনপি নাকি জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থি দলগুলো? চট্টগ্রামে পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু পাকিস্তানের হিন্দু সম্প্রদায় ভারতের বিরুদ্ধে বিক্ষোভে রাস্তায় নামল ঠাকুরগাঁওয়ের সাবেক আওমী মেয়র বন্যার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ মানবিক করিডর আসলে কী,বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর? গলাচিপা-চরফ্যাসন সেতু নির্মান ত্বরান্বিতের বগা সেতু দেশের নবম চীন মৈত্রী সেতু বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারদের আর্থিক অনুদানের চেক বিতরণ যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
Translate Here »