পি. কে রায়, বিশেষ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫ ১১:২৮ অপরাহ্ণ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৩নং ফতেজংপুর ইউনিয়নের ট্রিলিয়ন গোল্ড লিমিটেড ইপিজেড এলাকায় যাত্রীবাহী বাস ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন ইপিজেড কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও সাত-আট জন আহত হয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ট্রিলিয়ন গোল্ড লিমিটেড ইপিজেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, রংপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে আসছিল। এসময় বাসটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি চার্জার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার্জার ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন ইপিজেড কর্মী নিহত হয় ও স্থানীয়রা আহত ১৩ জনকে উদ্ধার করে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ দুর্ঘটনায় নিহতরা হলেন, নীলফামারীর সৈয়দপুর উপজেলার কিসামদ কাদীকল এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) ও একই জেলার সদর উপজেলার দীঘলডাঙ্গি এলাকার সুভাষ চন্দ্র রায়ের কন্যা আদুরী রানী রায় (১৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।