পি.কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ছোট হাসিমপুর রমন উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।
উচজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাতাব উদ্দীন সরকার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ নুর আলম, সহকারী পরিচালক দূর্নীতি দমন কমিশন জেলা কার্যিলয় দিনাজপুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলে এলাহী, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক ও উচজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নিখিল রঞ্জন রায়, তালপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রদীপ কুমার রায়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিন চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীরা পক্ষে ও আমেনাবাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বিপক্ষে তাদের যুক্তিতর্ক উপস্থাপণ করেন।
অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন চিরিরবন্দর মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নিখিল রঞ্জন রায়। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এর গৌরব অর্জন করেন আমেনাবাঁকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা এবং শ্রেষ্ঠ বক্তা হিসেবে গৌরব অর্জন করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী রেদওয়ান হোসেন।
চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন ও রানার আপসহ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।