admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২১ ৪:৩৭ অপরাহ্ণ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় বন বিভাগ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের উপকূলীয় বন থেকে মৃত ডলফিনটি উদ্ধার করে। সেটি মৃত অবস্থায় সেখানে ভেসে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন উপকূলীয় বন বিভাগের বিট অফিসার এইচ এম জলিলুর রহমান। তিনি বলেন, বন কর্মকর্তারা টহল দেওয়ার সময় তীব্র দুর্গন্ধ পান।
পরে অনুসন্ধান করে মৃত ডলফিন খুঁজে পান। ডলফিনটি সাড়ে ৬ ফুট লম্বা জানিয়ে এম জলিলুর রহমান বলেন, আমরা সেটি মাটিচাপা দিয়েছি। তবে ডলফিনটির শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না।