admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২১ ১০:১৬ অপরাহ্ণ
নাগরিক ভাবনাঃ ডা. আসিফ নজরুলঃ শ্রীলঙ্কায় গৃহযুদ্ধকালের শেষদিকে তামিলদের বিরুদ্ধে নারকীয় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। সাউদ এশিয়ান ফর হিউম্যান রাইটস-এর নির্বাহী সদস্য থাকার সময় আমি বহুবার ম্রীলংকা গেছি। বহু স্থানীয় মানুষের কাছে এসব অপরাধের হৃদয়বিদারক বিবরণ শুনেছি। কাল এসব অপরাধের জন্য বিচারের প্রশ্ন উঠেছিল জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে।
আমি আশ্চর্য হয়েছি দেখে যে বিচারের প্রস্তাবের বিপক্ষে অন্য কিছু দেশের সাথে সাথে বাংলাদেশও ভোট দিয়েছে।
নিজ দেশে ১৯৭১ সালে গনহত্যার ভয়াবহ ইতিহাস আছে আমাদের, এই গনহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাই আমরা, এরজন্য পাকিস্তানী হানাদার বাহিনীর বিচার চাই। আর আমরা নিজেরা কিনা ভোট দেই শ্রীলংকায় গনহত্যার বিচারের প্রস্তাবের বিপক্ষে!
আমি বুঝি আঞ্চলিক রাজনীতি বলে একটা বিষয় আছে।
কিন্তু নৈতিকতা বলেও তো একটা বিষয় আছে। বাংলাদেশ এটলিস্ট ভোটদানে বিরত থাকতে পারতো এক্ষেত্রে। তা না করে বাংলাদেশ কেন ১৯৭১ সালে পাকিস্তানকে সহায়তাকরী শ্রীলংকার জন্য এমন অনৈতিক ও স্বরিবোধী অবস্থান নিলো?