admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ জুলাই, ২০২০ ১:৩০ অপরাহ্ণ
অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান হতে চলেছে। আজ ৯ জুলাই শুরু হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। এর মধ্য দিয়ে প্রায় ৪ মাস পর মাঠে ফিরছে ক্রিকেট। সর্বশেষ বাইশ গজে বল গড়িয়েছিল ১৩ মার্চ। ক্রিকেটে পাঁচ নিয়ম
করোনার পর ক্রিকেট ফিরলেও সতর্ক অবস্থানে আইসিসি। খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে এই সিরিজ থেকেই নতুন ৫টি নিয়ম যোগ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। সেগুলো হলো-
১। লালা ব্যবহার নিষিদ্ধঃ বল শাইন করার জন্য লালা ব্যবহার করা যাবে না। করোনার আগে ব্যবহার করা যেতো। এখন এমনটি করা হলে ব্যাটিং দলকে ৫ রান দেয়া হবে। এর আগে অবশ্য বোলিং দলকে দুই বার সতর্ক করা হতো।
২। করোনা সাবস্টিটিউটঃ এ নিয়ম অনুযায়ী টেস্ট ম্যাচ চলাকালীন কোনো খেলোয়াড়ের মধ্যে যদি করোনাভাইরাসের কোনো উপসর্গ দেখা যায়, তাহলে ম্যাচ রেফারির অনুমতি সাপেক্ষে অন্য একজন খেলোয়াড়কে মাঠে নামানো যাবে। তবে ওয়ানডে এবং টি-টোয়েন্টির জন্য এ নিয়ম প্রযোজ্য নয়।
৩। আইসিসি লোগোঃ
৪। স্থানীয় আম্পায়ারঃ ম্যাচ পরিচালনার জন্য স্থানীয় প্যানেলভুক্ত আম্পায়ার রাখা হবে। যা ঠিক করে দেবে আইসিসি। এর আগে নিরপেক্ষ কোনো দেশের আম্পায়ারও রাখা হতো।
৫। বাড়তি রিভিউ সিস্টেমঃ স্থানীয় আম্পায়ারদের দিয়ে ম্যাচ পরিচালনার জন্য সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই আগে যেখানে একটি দল টেস্টের প্রতি ইনিংসে দুটি রিভিউ নিতে পারতো, তা বাড়িয়ে তিনটি করা হয়েছে। একটি করে রিভিউ বেড়েছে ওয়ানডে, টি-টোয়েন্টিতেও।
বাড়তি লোগোর ব্যবহারঃ আগামী এক বছরের জন্য জার্সিতে একটি বাড়তি লোগো ব্যবহারের অনুমতি দিয়েছে আইসিসি। যার পরিমাপ ৩২ স্কয়ার ইঞ্চি। যা খেলোয়াড়দের বুকে থাকবে। বাকি তিনটি লোগো আগের নিয়ম মেনেই ব্যবহার করতে হবে।