admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২২ ৬:৩৬ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে জেলা ক্রীড়া অফিসারের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের খেলোয়ার যাচাই-বাচাই অনুষ্ঠিত। রাজারহাটে গত ২১ জানুয়ারী শুক্রবার বিকেল ৩টায় রাজারহাট উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর-২০২১-২২এর আওতায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ডেভেলোপমেন্ট কাপ প্রতিযোগিতা ও জেলা পর্যায় অনুর্ধ-১৫ প্রশিক্ষণের জন্য প্রতিভাবান ফুটবল খেলোয়ার যাচাই বাচাই অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বাচাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আকরাম হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মোঃ রাজু সরকার,সদস্য জেলা ক্রীড়া সংস্থা কুড়িগ্রাম, মোঃ রুহুল আমিন সহকারী প্রধান শিক্ষক রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, মোঃরেজাউল করিম রেজা,পরিচালক সোহরাওয়ার্দী ফুটবল একাডেমী রাজারহাটসহ উপস্থিত বাচাই প্রতিয়োগীতায় অংশগ্রহণকৃত ক্ষুদে ফুটবলার। প্রতিযোগীতায় সার্বিক সহযোগিতা করেছেন উপজেলা ক্রীড়া সংস্থা রাজারহাট।