admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২২ ৮:৫৪ অপরাহ্ণ
২৮ জানুয়ারী মৌলভীবাজার কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৭ জন জুয়ারী আটকসহ তাস ও নগদ টাকা উদ্ধার। আজ ২৮ জানুয়ারী কুলাউড়া থানার এসআই নাঈমুল হাসান, এএসআই নিপ্রেশ চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া থানাধীন ১২নং পৃথিমপাশা ইউপির অন্তর্গত রাজনগর গ্রামের জনৈক ফখরুল ইসলাম এর বসত বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে তাস ও নগদ টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় জুয়ারী আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।
আসামীরা হলো ১। মুরাদ মীর (২৫), পিতা-ফখরু মীর, ২। সালাম মিয়া (২৫), পিতা-মৃত রমজান আলী, ৩। শহীদ আলী (৩৫), পিতা-রফিক আলী, ৪। দুলাল মিয়া (৩২), পিতা-মৃত আপ্তাব আলী, সর্বসাং-রাজনগর, ৫। আপ্তাব আলী (৩৫), পিতা-মৃত আকবুল আলী, ৬। শাহিন মিয়া @ বলাই (৩৪), পিতা-আব্দুল আলী, উভয় সাং-কানাইটিকর, ৭। জায়েদ আহমদ শিবলু (২২), পিতা-হাজী আব্দুল মালিক, এলাকা মনরাজ, সর্ব থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারদের আটক করেন।
এবং জুয়া খেলার ৫১ টি তাস ও নগদ ১০,৮৪০/-টাকা উদ্ধার করিয়া জব্দ করেন। অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় অভিযানে নেতৃত্ব প্রদান করেন পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোঃ আমিনুল ইসলাম। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।থানার এসআই নাঈমুল হাসান, এএসআই নিপ্রেশ চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া থানাধীন ১২নং পৃথিমপাশা ইউপির অন্তর্গত রাজনগর গ্রামের জনৈক ফখরুল ইসলাম এর বসত বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া তাস ও নগদ টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় জুয়ারী ১। মুরাদ মীর (২৫), পিতা-ফখরু মীর, ২। সালাম মিয়া (২৫), পিতা-মৃত রমজান আলী, ৩। শহীদ আলী (৩৫), পিতা-রফিক আলী, ৪। দুলাল মিয়া (৩২), পিতা-মৃত আপ্তাব আলী, সর্বসাং-রাজনগর, ৫। আপ্তাব আলী (৩৫), পিতা-মৃত আকবুল আলী, ৬। শাহিন মিয়া @ বলাই (৩৪), পিতা-আব্দুল আলী, উভয় সাং-কানাইটিকর, ৭। জায়েদ আহমদ শিবলু (২২), পিতা-হাজী আব্দুল মালিক,
এলাকা মনরাজ, সর্ব থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারদের আটক করেন।
এদের কাছ থেকে জুয়া খেলার ৫১ টি তাস ও নগদ ১০,৮৪০/-টাকা উদ্ধার করিয়া জব্দ করেন। কুলাউড়া থানা অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় অভিযানে নেতৃত্ব প্রদান করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।