ইব্রাহিম আলম সবুজ, কুড়িগ্রাম প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৫ জানুয়ারি যোহরের নামাজ শেষে রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মিলেরপাড় বাজারে খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক মোছাঃ মিলি হোসেন কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রেশমা বেগম। সভায় সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মোছাঃ হাওয়া বেগম।
এ সময় আরও উপস্থিত ছিলেন।
রাজারহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, চাকিরপশার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হান্নান মিয়া, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রাজু আহামেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দোয়া ও আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর দরবারে ধৈর্য ও সহনশীলতা দানের প্রার্থনা করেন।