admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:০৬ অপরাহ্ণ
মোঃ শফিকুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলাধীন রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ১ মাস ব্যাপী পর্যন্ত ভলিবল প্রশিক্ষণের সমাপনী ও ভলিবল প্রতিযোগিতা/২০২৩, অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী মহোদয় জননন্দিত চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রাজারহাট, কুড়িগ্রাম।
তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করাই এ প্রশিক্ষণের মুল লক্ষ্য। রাজারহাট উপজেলায় এমন একটি প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জেলা ক্রীড়া কর্মকর্তা মহোদয়কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আগামী দিনে তাঁহার পূর্ণ সহযোগিতা ও দিকনির্দেশনায় রাজারহাটের ক্রীড়াঙ্গনে সকল ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন ঘটবে সে প্রত্যাশা ব্যক্ত করেন।