admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২০ ২:২৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে জেলেদের বড়শিতে ধরা পড়েছে ছয় মণ ওজনের বিরল প্রজাতির একটি শাপলা পাতা (স্টিংরে) মাছ। গতকাল মঙ্গলবার স্থানীয় জগন্নাথপুর দক্ষিণপাড়ার জেলে গনি মিয়ার বড়শিতে মাছটি ধরা পড়ে। ভৈরবের মেঘনা ও ব্রহ্মপুত্র নদে লার পেতে (সূতায় টানানো বড়শি) মাছ শিকার করে সংসার চলান গনি মিয়া। প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার দুপুরে মেঘনা নদীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু সংলগ্ন এলাকায় বড়শি পাতেন তিনি। বিকেলে লার টানার সময় বুঝতে পারেন, বড়শিতে বড় ধরনের একটা কিছু ধরা পড়েছে।
সহযোগীদের নিয়ে লারটি টেনে তোলার পর মাছটি দেখে রীতিমতো অবাক বনে যান তিনি। কারণ, এটি সাধারণ কোনো মাছ নয়, বিরল প্রজাতির বৃহদাকার একটি শাপলা পাতা (স্টিংরে) মাছ। মাছটি বিক্রির জন্য সন্ধ্যায় ভৈরবের নৈশকালীন মাছের আড়ত পূষণ এন্টারপ্রাইজে নেয়া হলে উৎসুক জনতা ভিড় জমায়। মাছটির মাপার পর দেখা যায়, সেটির ওজন প্রায় ৬ মণ। একক ক্রেতা না থাকায় মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করেন গনি মিয়া। বিষয়টি নিয়ে জানতে চাইলে ভৈরব সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান জানান, শাপলা পাতা বা স্টিংরে মাছ মূলত সামুদ্রিক মাছ। তবে উপকূলীয় এলাকায় এরা বসবাস করে। ভৈরবের মেঘনার সঙ্গে উপকূলীয় অঞ্চলের সংযোগ থাকায় এই নদীতে এ জাতীয় মাছ পাওয়া যায়।