admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ মার্চ, ২০২০ ৭:৪৭ পূর্বাহ্ণ
ফিরোজ সুলতান,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নির্দেশনায় জেলার বিভিন্ন বাজারে হঠাৎ করেই করোনা ভাইরাসের অজুহাত দেখিয়ে হু হু করে দাম বৃদ্ধি করতে শুরু করেছে এমন গুজব রটে। গুজবের খবর পেয়ে বৃহস্পতিবার (১৯ মার্চ) বাজার পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

উপজেলার সালন্দর ও বালিয়া ইউনিয়নের চৌধুরী বাজার ও ভুল্লী বাজারে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের অযাচিত মূল্যবৃদ্ধির বিষয়ে আড়তদার, খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের সর্তকতা অবলম্বন করতে নির্দেশনা দিয়েছেন তিনি। এ সময় তিনি বলেন, করোনা ভাইরাসের দোহাই দিয়ে কেউ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।