admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৩ ৯:৫০ পূর্বাহ্ণ
যে বৃষ্টির প্রতিটা ফোঁটায়
তোমার নামের রিমঝিম শব্দ শোনা যায়-
তোমার পায়ের আওয়াজ শুনতে পাই
হোক না সেই বৃষ্টি
কদম ফুলের মিষ্টি সুবাস
মোহিত করে তোমার সঙ্গ।
আমিও সেই সুন্দর মুহুর্তের প্রতিক্ষায় থাকি
চাতক পাখির ন্যায়—
সেই বৃষ্টি অপেক্ষায়।
হোক না সেই বৃষ্টি
ফিরে আসুক সেই রিমঝিম শব্দ
তুমি ছাড়া বৃষ্টি বড় একা
কালো মেঘ তাকে আচ্ছাদিত করে
ঢেকে ফেলে তাঁর আপন গ্রাসে।
হোক না সেই বৃষ্টি
অবাঞ্চিত সব ধুয়ে যাক
পবিত্র করে তুলুক তোমায়
উদজিবীত করে তুলুক তোমার ভালবাসাকে।
হোক না সেই বৃষ্টি
ফিরে আসুক আষারের রিমঝিম শব্দ
ফুটে উঠুক কদম ফুলের মিষ্টি সুবাস
ঝড় উঠুক তোমার মনে।
হোক না সেই বৃষ্টি——————