admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২২ ৩:০১ অপরাহ্ণ
মার্চের ছাব্বিশে
বাংলাদেশে
মুক্তির উল্লাস,
নকশিকাঁথার মাঠে
শস্যভরা ক্ষেতে
স্বাধীনতার উচ্ছ্বাস!
মুজিব ভায়ের নেতৃত্বে
শহীদের রক্তে
‘আমার সোনার বাংলা’
শাপলা ফুলের বাহারে
দোয়েল-শ্যামার সুরে
মন যে আজ উতলা!