admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৩ ৮:০৯ পূর্বাহ্ণ
তোমার জন্য মগ্ন চৈতন্যে শিস দেয়
কৃষ্ণচূড়ার রক্তিম হাসি,
গহীন সমুদ্রের অথৈ নীলে
বেদনার্ত আত্মার সেতু গড়েছি।
তোমার জন্য মুগ্ধ আমার
অশ্রুসজল ব্যাকুল চোখ,
অন্ধকারের নতজানু সীমান্তে
দৃশ্যমান হলো আলোর ঝলক।
তোমার জন্য বৈরী সময়ে
হয়েছি দূর্বার আর দুরন্ত,
বোধের শিকল খুলে
ভেসেছি কল্পনায় অক্লান্ত।
তোমার জন্য বুকের জমিনে
ভালোবাসার উদ্দাম ফসল,
বিরান মরুর ধূসর বুকে
জমেছে এক হাঁটু জল।
তোমার জন্য কল্পলোকের রংমহলে
জ্বলে বেলোয়ারি ঝাড়বাতি,
স্বপ্নগুলো খুঁজে পেলো যেন
নির্ভরতার উর্বর পলি মাটি।
তোমার জন্য বেসামাল জোছনায়
ভাসলো হৃদয়ের দু’কূল,
মনের বন্দরে ফেলবো নোঙর
ডিঙিয়ে শত শ্বাসমূল।
তোমার জন্য বেদনার বালুচরে
বিছাই শান্ত শীতল পাটি,
বিবশ এ বুকে বাঁধি
তোমার আদিম বসতবাটি।