admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২০ ৮:৪৮ পূর্বাহ্ণ
আলো জ্বলুক –
চলে যাওয়া প্রিয়জনের পদচিহ্ন ভেসে উঠুক,
আবেগের স্পন্দিত ক্যানভাসে!
অমরালোকের আর্শীবাদের হিমেল হাওয়ায় ধুয়ে যাক্ সব মলিনতা!
মঙ্গলদীপের আলতো ছোঁয়ার তাপে শিহরিত হোক হৃদমাঝার!
মায়েরা প্রদীপ জ্বালাবে তুলসীমঞ্চে,
শঙ্খধ্বনিতে মুখরিত হবে কুশলবার্তা,
পৃথিবী লিখবে সুস্থতার কবিতা,
উদাস বাউলের একতারা বলে উঠবে –
“দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচাসোনা…!”
স্নান শেষে এলোকেশী হওয়ার আগে –
তুলসীমঞ্চে যেও একবার,
প্রদীপের নয় –
মায়ের তাপ পাবেই!