admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ মে, ২০২২ ১২:২১ পূর্বাহ্ণ
আনমনা চোখে চেয়েছিলাম অন্য কোথাও,,,,
ভেসে এলো একটা কন্ঠস্বর,,,কানপেতে শুনছি,,মন বলছে কে ও
এতো দরদ কথায়,হৃদয়ে ব্যাকুলতা,,,
চোখ ফেরাতেই দেখি
কন্ঠেই নয়,,সে মায়া ছেয়ে আছে তার চোখেও।
আটকে গেলো চোখ
মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম আবৃতি,,,,
মন ছুঁয়ে গেলো কবিতার চরন,,
আন্দোলিত মন, জানিনা কিসের আকুতি
আজানা ভালোলাগায় চোখ বুজে এসেছিলো
মন চাইছিলো,,অনাদিকাল ধরে অসমাপ্ত থাক এ কালজয়ী কবিতা,,,
সমাপ্তের পর তো হারিয়ে যাবে কবি আর কবিতা,
হৃদয়ে স্পন্দন যেনো ছন্দ পেলো,,তীব্র থেকে তীব্রতর কম্পিত বুক।
হঠাৎ থেমে গেলো কন্ঠস্বর,,,,,,,,
চোখ মেলে দেখি কাঙ্খিত জন নেই সেখানে
নিঃস্তব্দ নিথর আমি
কবিতার সমাপ্তি ঘটেছে।
আজও সেই কন্ঠস্বর প্রতিধ্বনিত হয় হৃদয়ের দেয়ালে,,,
অনুভূতীর আঙ্গিনায় তার দিপ্ত পদচারনা আজও কম্পন তোলে হৃদ কোঠরে।।
পোড়া চোখ আজও খুঁজে সেই চোখ জোরা একটু শীতলতার ছোঁয়া পেতে।।
( তার নাম জানা হয়নি, তাইতো তার নাম দিলাম
* সপ্তর্ষি *